জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহত হওয়ার ঘটনায় এখনো আটক রয়েছে সেলফি পরিবহনের ১৫ বাস। চারদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, রোবেল পারভেজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বাস ছাড়া হবে না। পরিবহন মালিকদের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে কিন্তু তারা সহযোগিতার মনোভাব দেখায়নি। তারা মাত্র তিন লাখ টাকা দিতে চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র অনিক বলেন, ‘প্রথমে ২৫টি বাস আটক ছিল। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১০টি বাস ছেড়ে দেওয়া হয়। এখন আটক আছে ১৫টি বাস। এগুলো ছেড়ে দিলে কোনোরকম একটা ক্ষতিপূরণ দিয়ে মালিকপক্ষ পার পেয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি এবং মালিকপক্ষকে সেটাই দিতে হবে, না দিলে বাসও ছাড়া হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি যে চালক ওই গাড়িতে ছিল তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি আছে।’
সর্বশেষ গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ। তবে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে সেলফি পরিবহন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। আমরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছি। গতকাল শনিবার আমাদের একজন মালিক আলোচনায় গিয়েছিল কিন্তু সমাধান হয়নি। এখন আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করছি আমরা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তিন লাখ টাকা দিতে রাজি হয়েছে। গতকালের আলোচনায়ও বিষয়টি সমাধান হয়নি। সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফী পরিবহনের বাস রোবেলসহ দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহত হওয়ার ঘটনায় এখনো আটক রয়েছে সেলফি পরিবহনের ১৫ বাস। চারদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, রোবেল পারভেজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বাস ছাড়া হবে না। পরিবহন মালিকদের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে কিন্তু তারা সহযোগিতার মনোভাব দেখায়নি। তারা মাত্র তিন লাখ টাকা দিতে চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র অনিক বলেন, ‘প্রথমে ২৫টি বাস আটক ছিল। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১০টি বাস ছেড়ে দেওয়া হয়। এখন আটক আছে ১৫টি বাস। এগুলো ছেড়ে দিলে কোনোরকম একটা ক্ষতিপূরণ দিয়ে মালিকপক্ষ পার পেয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি এবং মালিকপক্ষকে সেটাই দিতে হবে, না দিলে বাসও ছাড়া হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি যে চালক ওই গাড়িতে ছিল তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি আছে।’
সর্বশেষ গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ। তবে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে সেলফি পরিবহন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। আমরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছি। গতকাল শনিবার আমাদের একজন মালিক আলোচনায় গিয়েছিল কিন্তু সমাধান হয়নি। এখন আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করছি আমরা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তিন লাখ টাকা দিতে রাজি হয়েছে। গতকালের আলোচনায়ও বিষয়টি সমাধান হয়নি। সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফী পরিবহনের বাস রোবেলসহ দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলে সন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
৭ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪১ মিনিট আগে