নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নেতা।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা থানায় লিখিত অভিযোগ করেন ওই দিন রাতেই।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বসির উদ্দিন ঠান্ডু, তাঁর ছেলে আরিফ ও ভাতিজা মাইনুল মল্লিক।
থানার অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হরগজ বাজারের রাজ্জাকের চায়ের দোকানে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান টিভিতে প্রধানমন্ত্রীর স্বপ্নের সেতু নিয়ে প্রচারিত সংবাদ দেখছিলেন। এমন সময় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বসির উদ্দিন ঠান্ডু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গালাগালি করতে থাকেন। তখন আবদুর রহমান প্রতিবাদ করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও মাইনুল মল্লিক আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের ওপর হামলা চালান। পরে স্থানীয় নেতাদের সহায়তায় রক্ষা পান তিনি।
এ বিষয়ে আবদুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বসির উদ্দিন ঠান্ডু গালাগালি করে। আমি প্রতিবাদ করলে আমার ওপর তার ছেলে আরিফ ও ভাতিজা মাইনুল মল্লিক হামলা চালায়। পরে স্থানীয় নেতাদের সহায়তায় রক্ষা পাই। এ ব্যাপারে ওই দিন রাতেই তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নেতা।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা থানায় লিখিত অভিযোগ করেন ওই দিন রাতেই।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বসির উদ্দিন ঠান্ডু, তাঁর ছেলে আরিফ ও ভাতিজা মাইনুল মল্লিক।
থানার অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হরগজ বাজারের রাজ্জাকের চায়ের দোকানে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান টিভিতে প্রধানমন্ত্রীর স্বপ্নের সেতু নিয়ে প্রচারিত সংবাদ দেখছিলেন। এমন সময় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বসির উদ্দিন ঠান্ডু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গালাগালি করতে থাকেন। তখন আবদুর রহমান প্রতিবাদ করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও মাইনুল মল্লিক আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের ওপর হামলা চালান। পরে স্থানীয় নেতাদের সহায়তায় রক্ষা পান তিনি।
এ বিষয়ে আবদুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বসির উদ্দিন ঠান্ডু গালাগালি করে। আমি প্রতিবাদ করলে আমার ওপর তার ছেলে আরিফ ও ভাতিজা মাইনুল মল্লিক হামলা চালায়। পরে স্থানীয় নেতাদের সহায়তায় রক্ষা পাই। এ ব্যাপারে ওই দিন রাতেই তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে