সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের যানবাহন আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা এই অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা স্থানীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাঁদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। আমরা কাউকে ভয় করি না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এর বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’
সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন তাঁরা।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি হিসেবে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের যানবাহন আটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা এই অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা স্থানীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাঁদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। আমরা কাউকে ভয় করি না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এর বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’
সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন তাঁরা।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি হিসেবে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৩ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৯ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩০ মিনিট আগে