সিরাজদিখানে ‘থাপ্পড়ে’ অসুস্থ হয়ে তরুণের মৃত্যুর অভিযোগ, আটক ১

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৯: ৪৬

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোপাল পাটনি (১৯) নামের এক তরুণের ‘থাপ্পড়ে’ অসুস্থ হয়ে ফাহিম হোসেন (১৮) নামের অপর এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় গোপাল পাটনিকে রাতেই থানা পুলিশ আটক করেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে। আটক গোপাল পটনি একই ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামে গোবিন্দ পাটনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,  গোয়ালবাড়ির মোড় নামক এলাকায় গোপাল পাটনির সঙ্গে ফাহিমের কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে গোপাল ফাহিমের গালে থাপ্পড় দিলে ফাহিম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা বলেন, ‘আমাদের এখানে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে ।’ 

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, থাপ্পড়ে অসুস্থ হয়ে এক তরুণের মৃত্যুর খবর শোনার পর রাতেই পুলিশ পাঠিয়ে জড়িত গোপাল পাটনিকে আটক করা হয়েছে । বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত