নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানহানিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে ওরিয়ন গ্রুপ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়।
ওরিয়ন গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমের পক্ষে গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. মোখলেসার রহমান এই মামলা করেন। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও (প্রধান সম্পাদক) এম শামসুর রহমান ও প্রতিবেদক আব্দুল্লাহ আল রাফীকে বিবাদী করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার কোটি টাকা পাচার’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। এতে বলা হয়, সাতটি বিদ্যুৎকেন্দ্র থেকে সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ওরিয়ন সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করেছে। ব্যবসায় রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করেছে। ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে ওই টাকা বিদেশে পাচার করা হয়েছে।
মামলায় বলা হয়, বাংলাদেশের আরও শতাধিক বিদ্যুৎ উৎপাদনকারীদের মতো একই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করেছে ওরিয়ন। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের ছয়টি অত্যাধুনিক, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সম্পূর্ণরূপে চালু বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে।
ওরিয়ন গ্রুপ বলছে, তাদের সমস্ত বিনিয়োগ ও অর্থ বাংলাদেশেই রয়েছে। বিদেশে কোনো অর্থ পাচার হয়নি।
মামলার অভিযোগে বলা হয়, দুবাই ও চীনের দুটি বিদেশি কোম্পানি ওরিয়ন গ্রুপের মালিকানাধীন হওয়ার অভিযোগও মিথ্যা। এই কোম্পানিগুলোর সঙ্গে ওরিয়নের অংশীদারত্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিডিং প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোম্পানি দুটির কোনোটিই ওরিয়নের চেয়ারম্যান বা কোনো বাংলাদেশির মালিকানাধীন নয়। ওরিয়নের কোনো কোম্পানিতে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই। রাজনৈতিক অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ওরিয়ন গ্রুপের সুনাম নষ্ট করতে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে মামলায় বলা হয়, এতে প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়।
মানহানিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে ওরিয়ন গ্রুপ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়।
ওরিয়ন গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমের পক্ষে গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. মোখলেসার রহমান এই মামলা করেন। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও (প্রধান সম্পাদক) এম শামসুর রহমান ও প্রতিবেদক আব্দুল্লাহ আল রাফীকে বিবাদী করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার কোটি টাকা পাচার’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। এতে বলা হয়, সাতটি বিদ্যুৎকেন্দ্র থেকে সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ওরিয়ন সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করেছে। ব্যবসায় রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করেছে। ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে ওই টাকা বিদেশে পাচার করা হয়েছে।
মামলায় বলা হয়, বাংলাদেশের আরও শতাধিক বিদ্যুৎ উৎপাদনকারীদের মতো একই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করেছে ওরিয়ন। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের ছয়টি অত্যাধুনিক, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সম্পূর্ণরূপে চালু বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে।
ওরিয়ন গ্রুপ বলছে, তাদের সমস্ত বিনিয়োগ ও অর্থ বাংলাদেশেই রয়েছে। বিদেশে কোনো অর্থ পাচার হয়নি।
মামলার অভিযোগে বলা হয়, দুবাই ও চীনের দুটি বিদেশি কোম্পানি ওরিয়ন গ্রুপের মালিকানাধীন হওয়ার অভিযোগও মিথ্যা। এই কোম্পানিগুলোর সঙ্গে ওরিয়নের অংশীদারত্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিডিং প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোম্পানি দুটির কোনোটিই ওরিয়নের চেয়ারম্যান বা কোনো বাংলাদেশির মালিকানাধীন নয়। ওরিয়নের কোনো কোম্পানিতে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই। রাজনৈতিক অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ওরিয়ন গ্রুপের সুনাম নষ্ট করতে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে মামলায় বলা হয়, এতে প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২৭ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
৪৪ মিনিট আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগে