অনলাইন ডেস্ক
বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঢাকায় বসতে যাচ্ছে ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।
এবারের আসরেও শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক ও পর্বতারোহণ বিষয়ক বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বখ্যাত সাইক্লিস্ট ড্যানি ম্যাক্যাসস্কিলের অভিযান নিয়ে তৈরি জনি এ্যশওর্থ এর ‘ডু এ হুইলি’ দেখানো হবে এতে।
উড়ন্ত দুই বেলুনের মাঝে টানানো রশির ওপর দিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করা রাফায়েল ব্রিডি নামের একজন ব্রাজিলিয়ানকে নিয়ে রেনান কামিজির তৈরি ‘ওয়াক ওন দি ক্লাউডস’ সিনেমাটিও স্থান পাচ্ছে।
এছাড়া দেখানো হবে কারাকোরাম পর্বতমালায় স্কিইং অভিযান নিয়ে পলিশ নির্মাতার ছবি ‘ডু ছার: এ কারাকোরাম স্কি এক্সপিডিশন ফিল্ম’, যুক্তরাজ্যের নির্মাতা নিক রোজেনের ‘ব্রিজ বয়েজ’, রিল রক এর ছবি ‘সিনোট’।
১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসব ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে বসে। কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হবে পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান অ্যাডভেঞ্চর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা।
বাংলাদেশে উৎসবটি বসছে দশমবারের মতো। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বহুজাতিক কোম্পানি ইউলিভার বাংলাদেশের হেয়ার কেয়ার ব্রান্ড ‘ক্লিয়ার’।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।
বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঢাকায় বসতে যাচ্ছে ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।
এবারের আসরেও শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক ও পর্বতারোহণ বিষয়ক বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বখ্যাত সাইক্লিস্ট ড্যানি ম্যাক্যাসস্কিলের অভিযান নিয়ে তৈরি জনি এ্যশওর্থ এর ‘ডু এ হুইলি’ দেখানো হবে এতে।
উড়ন্ত দুই বেলুনের মাঝে টানানো রশির ওপর দিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করা রাফায়েল ব্রিডি নামের একজন ব্রাজিলিয়ানকে নিয়ে রেনান কামিজির তৈরি ‘ওয়াক ওন দি ক্লাউডস’ সিনেমাটিও স্থান পাচ্ছে।
এছাড়া দেখানো হবে কারাকোরাম পর্বতমালায় স্কিইং অভিযান নিয়ে পলিশ নির্মাতার ছবি ‘ডু ছার: এ কারাকোরাম স্কি এক্সপিডিশন ফিল্ম’, যুক্তরাজ্যের নির্মাতা নিক রোজেনের ‘ব্রিজ বয়েজ’, রিল রক এর ছবি ‘সিনোট’।
১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসব ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে বসে। কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হবে পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান অ্যাডভেঞ্চর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা।
বাংলাদেশে উৎসবটি বসছে দশমবারের মতো। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বহুজাতিক কোম্পানি ইউলিভার বাংলাদেশের হেয়ার কেয়ার ব্রান্ড ‘ক্লিয়ার’।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।
রংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
১১ মিনিট আগেরাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
৪৩ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে