নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন নেতৃত্ব পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সংগঠনটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরীকে এবং মহাসচিব করা হয়েছে অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন নেতৃত্বে আসা দুজনই পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে)। এর মধ্যে সভাপতি অধ্যাপক জামালউদ্দিন চৌধুরী ঢামেকের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসক নেতা হিসেবেই চিকিৎসকদের কাছে পরিচিত। অন্যদিকে মহাসচিব কামরুল হাসান মিলন একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
নাম ঘোষণার আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। যারাই দায়িত্বে এসেছেন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে চতুর্থ সম্মেলন হয়েছিল। সেই কমিটিতে সভাপতি হয়েছিলেন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। আর মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ (ডা. এমএ আজিজ)।
১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাচিপ। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য সংখ্যা ২০ হাজারের মত। গত বছর এই সম্মেলনে হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী করোনার কারণে তা পিছিয়ে যায় বলে জানান স্বাচিপের নেতারা।
নতুন নেতৃত্ব পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সংগঠনটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরীকে এবং মহাসচিব করা হয়েছে অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন নেতৃত্বে আসা দুজনই পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে)। এর মধ্যে সভাপতি অধ্যাপক জামালউদ্দিন চৌধুরী ঢামেকের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসক নেতা হিসেবেই চিকিৎসকদের কাছে পরিচিত। অন্যদিকে মহাসচিব কামরুল হাসান মিলন একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
নাম ঘোষণার আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। যারাই দায়িত্বে এসেছেন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে চতুর্থ সম্মেলন হয়েছিল। সেই কমিটিতে সভাপতি হয়েছিলেন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। আর মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ (ডা. এমএ আজিজ)।
১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাচিপ। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য সংখ্যা ২০ হাজারের মত। গত বছর এই সম্মেলনে হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী করোনার কারণে তা পিছিয়ে যায় বলে জানান স্বাচিপের নেতারা।
অগ্রহায়ণের শুরুতেই উত্তরের জেলা নওগাঁয় শীত ও কুয়াশার দাপট বেড়েছে। বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে প্রতিদিনই দুপুরের দিকে ঝলমলে রোদেরও দেখা মিলছে।
৫ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
২৪ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
২৮ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
৩০ মিনিট আগে