টঙ্গী (গাজীপুর), প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক ‘মাদক কারবারি’র মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন (২২) ও সজীব (৩০) নামের দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সজীবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলে অপরজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় নিহত জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে আজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
পুলিশ বলছে, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। প্রায় দেড় বছর আগে তিনি টঙ্গীর ভাড়া বাসা ছেড়ে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। সেখান থেকেই টঙ্গীতে মাদক কারবার পরিচালনা করতেন তিনি। এরই মধ্যে মাদক বেচাকেনার টাকা নিয়ে শাহিন ও সজীবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। গতরাতে মাদক কারবারের টাকা ভাগাভাগি করার কথা জানালে জাফর টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় জাফরকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
আহত জাফরের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহিন ও সজীবকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য জাফর উল্লাহর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ আজকের পত্রিকাকে বলেন, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক ‘মাদক কারবারি’র মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন (২২) ও সজীব (৩০) নামের দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সজীবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলে অপরজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় নিহত জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে আজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
পুলিশ বলছে, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। প্রায় দেড় বছর আগে তিনি টঙ্গীর ভাড়া বাসা ছেড়ে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। সেখান থেকেই টঙ্গীতে মাদক কারবার পরিচালনা করতেন তিনি। এরই মধ্যে মাদক বেচাকেনার টাকা নিয়ে শাহিন ও সজীবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। গতরাতে মাদক কারবারের টাকা ভাগাভাগি করার কথা জানালে জাফর টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় জাফরকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
আহত জাফরের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহিন ও সজীবকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য জাফর উল্লাহর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ আজকের পত্রিকাকে বলেন, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে