নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংগঠনটি থেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক বায়েজীদ কামাল ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম। একই সঙ্গে তাঁরা দাবি করেছেন, শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী নিজের করা দুর্নীতি থেকে অন্য দিকে মিডিয়ার দৃষ্টি সরাতে তাদের ওপর অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি করেন।
কামাল বায়েজীদ কামাল বলেন, সভাপতি গঠনতন্ত্রের প্রতি কোনো তোয়াক্কা না করে একতরফাভাবে আমাকে সেক্রেটারি জেনারেলের পদ থেকে অব্যাহতি দিয়েছে। আজ অবধি আমাকে কোনো চিঠি না দিয়ে গত শনিবার সংবাদমাধ্যমে প্রেস রিলিজ আকারে প্রকাশ করে আমার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সংগঠনের সম্মানহানি করেছে ও সংগঠনকে বিভক্ত করার প্রয়াস নিয়েছেন।
তিনি বলেন, ৪৫ বছর নাট্য জীবনে আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। কোনো আর্থিক অনাচারের সঙ্গে নিজেকে যুক্ত করিনি। সেই আমাকে সংগঠনের অর্থ লোপাটের মতো ঘৃণ্য অপরাধে অপরাধী করে সংবাদমাধ্যমে প্রকাশ করে তখন এর প্রতিবাদে আমি বাধ্য হয়েছি।
অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম বলেন, আমার দায়িত্বকালীন সময়ে একবার সুযোগ হয়েছিল হিসাব দেওয়ার। তাঁরা কখনোই আমার কাছ থেকে হিসাব চাননি। আমি নিজ উদ্যোগে হিসাব দিয়েছি।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ একটা আই ওয়াশ। তাঁকে যে দুদকে তলব করা হয়েছে, এইটা নিয়ে নাট্যকর্মীরা খুব লেখালেখি করছে। এখন আমাদের ওপর যদি অপবাদ দেওয়া হয়, তাহলে এদিকেই সবার নজর পড়বে।
সংবাদ সম্মেলন থেকে সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ কামাল ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত করার দাবি জানান।
উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির ‘মিথ্যা অভিযোগ’ তুলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ও শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকীসহ সংগঠনের একটি অংশের সদস্যরা তাঁদেরকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। গত শনিবার ফেডারেশনের সম্পাদক (প্রচার) মাসুদ আলম বাবুর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল বায়েজীদ ও রফিবুল্লাহ সেলিমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংগঠনটি থেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক বায়েজীদ কামাল ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম। একই সঙ্গে তাঁরা দাবি করেছেন, শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী নিজের করা দুর্নীতি থেকে অন্য দিকে মিডিয়ার দৃষ্টি সরাতে তাদের ওপর অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি করেন।
কামাল বায়েজীদ কামাল বলেন, সভাপতি গঠনতন্ত্রের প্রতি কোনো তোয়াক্কা না করে একতরফাভাবে আমাকে সেক্রেটারি জেনারেলের পদ থেকে অব্যাহতি দিয়েছে। আজ অবধি আমাকে কোনো চিঠি না দিয়ে গত শনিবার সংবাদমাধ্যমে প্রেস রিলিজ আকারে প্রকাশ করে আমার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সংগঠনের সম্মানহানি করেছে ও সংগঠনকে বিভক্ত করার প্রয়াস নিয়েছেন।
তিনি বলেন, ৪৫ বছর নাট্য জীবনে আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। কোনো আর্থিক অনাচারের সঙ্গে নিজেকে যুক্ত করিনি। সেই আমাকে সংগঠনের অর্থ লোপাটের মতো ঘৃণ্য অপরাধে অপরাধী করে সংবাদমাধ্যমে প্রকাশ করে তখন এর প্রতিবাদে আমি বাধ্য হয়েছি।
অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম বলেন, আমার দায়িত্বকালীন সময়ে একবার সুযোগ হয়েছিল হিসাব দেওয়ার। তাঁরা কখনোই আমার কাছ থেকে হিসাব চাননি। আমি নিজ উদ্যোগে হিসাব দিয়েছি।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ একটা আই ওয়াশ। তাঁকে যে দুদকে তলব করা হয়েছে, এইটা নিয়ে নাট্যকর্মীরা খুব লেখালেখি করছে। এখন আমাদের ওপর যদি অপবাদ দেওয়া হয়, তাহলে এদিকেই সবার নজর পড়বে।
সংবাদ সম্মেলন থেকে সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ কামাল ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ্ সেলিম অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত করার দাবি জানান।
উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির ‘মিথ্যা অভিযোগ’ তুলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ও শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকীসহ সংগঠনের একটি অংশের সদস্যরা তাঁদেরকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। গত শনিবার ফেডারেশনের সম্পাদক (প্রচার) মাসুদ আলম বাবুর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল বায়েজীদ ও রফিবুল্লাহ সেলিমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩২ মিনিট আগে