নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিলের দাবি জানিয়েছে কিছু ব্যবসায়ী গোষ্ঠী। এই দাবি জনস্বার্থে নয়, বরং গোষ্ঠীস্বার্থে। কৃষিজমি, প্লাবনভূমি সংরক্ষণ করে ঢাকার টেকসই পরিকল্পনা গ্রহণের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক আবাসন নীতিমালা তৈরি করার দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
আজ শুক্রবার আইপিডি আয়োজিত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিলের দাবি, গোষ্ঠীস্বার্থ ও ঢাকার টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক অনলাইন সভায় আলোচকেরা এসব কথা বলেন।
সভায় লিখিত প্রস্তাব উপস্থাপন করেন আইপিডির পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মুহাম্মদ খান।
আইপিডির প্রস্তাবের মধ্যে রয়েছে, ড্যাপ বাতিলের দাবির মাধ্যমে পরিকল্পনাবিহীন উন্নয়নের পেছনে স্বার্থসংশ্লিষ্ট মহলের ব্যবসায়িক ও গোষ্ঠীস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; নগর আবাসনের যাবতীয় বৈষম্য দূরীকরণে আবাসন খাতে আবাসন ব্যবসায়ীদের অনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দরিদ্রবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক আবাসন নীতিমালা তৈরি করা; জলাভূমি, জলাশয় দখল করে যেসব আবাসন প্রকল্প গড়ে উঠেছে, সেগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জলাশয়-জলাভূমি পুনরুদ্ধার করা এবং দখলকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া; ইমারত ও আবাসনসংশ্লিষ্ট ইতিপূর্বে গৃহীত বিভিন্ন আইন, বিধিমালা, পরিকল্পনাকে অনৈতিকভাবে প্রভাবিত করে ঢাকার বাসযোগ্যতাকে বিপন্ন করা হয়েছে; ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮; বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০১৫-এর সংশোধনী; ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা প্রভৃতি প্রণয়নের ক্ষেত্রে আবাসনসংশ্লিষ্ট মহল এবং গোষ্ঠীস্বার্থসংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা নিরূপণ করতে একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; ঢাকাকেন্দ্রিক উন্নয়নের বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় নীতিমালা; কর্মকৌশল ও কর্মপন্থা ঠিক করে ঢাকার জনঘনত্ব পরিকল্পনা বাস্তবায়ন এবং এলাকাভিত্তিক প্রয়োজনীয় নাগরিক সুবিধাদির পরিকল্পনা প্রণয়ন করা ইত্যাদি।
অনুষ্ঠানে আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ বলেন, আবাসন ব্যবসায়ীরা উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের জন্য আবাসন তৈরি করেন, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের আবাসনে তাঁদের অবদান কোথায়? আবাসনের যদি এতই চাহিদা, পূর্বাচল, উত্তরা তৃতীয় পর্বসহ বিভিন্ন প্রকল্পে বছরের পর বছর খালি প্লট তাহলে কেন পড়ে আছে? কৃষিজমি, প্লাবনভূমি সংরক্ষণ করেই ঢাকার টেকসই পরিকল্পনা করতে হবে।
আবাসন ব্যবসায়ীরা সমাজে বৈষম্য তৈরি করছেন মন্তব্য করে আইপিডির পরিচালক ড. চৌধুরী যাবের সাদেক বলেন, আবাসন ব্যবসায়ীরা ড্যাপকে বৈষম্যমূলক বলছেন, অথচ উচ্চবিত্তদের প্রাধান্য দিয়ে ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে তাঁরাই সমাজে বৈষম্য তৈরি করছেন। ফলে ফ্ল্যাট কেনার বিষয়টি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
সভায় আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, পরিকল্পনাবিদ আবু তাহের, ডব্লিউবিবি ট্রাস্টের মো. মিঠুন প্রমুখ।
ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিলের দাবি জানিয়েছে কিছু ব্যবসায়ী গোষ্ঠী। এই দাবি জনস্বার্থে নয়, বরং গোষ্ঠীস্বার্থে। কৃষিজমি, প্লাবনভূমি সংরক্ষণ করে ঢাকার টেকসই পরিকল্পনা গ্রহণের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক আবাসন নীতিমালা তৈরি করার দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
আজ শুক্রবার আইপিডি আয়োজিত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিলের দাবি, গোষ্ঠীস্বার্থ ও ঢাকার টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক অনলাইন সভায় আলোচকেরা এসব কথা বলেন।
সভায় লিখিত প্রস্তাব উপস্থাপন করেন আইপিডির পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মুহাম্মদ খান।
আইপিডির প্রস্তাবের মধ্যে রয়েছে, ড্যাপ বাতিলের দাবির মাধ্যমে পরিকল্পনাবিহীন উন্নয়নের পেছনে স্বার্থসংশ্লিষ্ট মহলের ব্যবসায়িক ও গোষ্ঠীস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; নগর আবাসনের যাবতীয় বৈষম্য দূরীকরণে আবাসন খাতে আবাসন ব্যবসায়ীদের অনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দরিদ্রবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক আবাসন নীতিমালা তৈরি করা; জলাভূমি, জলাশয় দখল করে যেসব আবাসন প্রকল্প গড়ে উঠেছে, সেগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জলাশয়-জলাভূমি পুনরুদ্ধার করা এবং দখলকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া; ইমারত ও আবাসনসংশ্লিষ্ট ইতিপূর্বে গৃহীত বিভিন্ন আইন, বিধিমালা, পরিকল্পনাকে অনৈতিকভাবে প্রভাবিত করে ঢাকার বাসযোগ্যতাকে বিপন্ন করা হয়েছে; ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮; বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০১৫-এর সংশোধনী; ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা প্রভৃতি প্রণয়নের ক্ষেত্রে আবাসনসংশ্লিষ্ট মহল এবং গোষ্ঠীস্বার্থসংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা নিরূপণ করতে একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; ঢাকাকেন্দ্রিক উন্নয়নের বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় নীতিমালা; কর্মকৌশল ও কর্মপন্থা ঠিক করে ঢাকার জনঘনত্ব পরিকল্পনা বাস্তবায়ন এবং এলাকাভিত্তিক প্রয়োজনীয় নাগরিক সুবিধাদির পরিকল্পনা প্রণয়ন করা ইত্যাদি।
অনুষ্ঠানে আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ বলেন, আবাসন ব্যবসায়ীরা উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের জন্য আবাসন তৈরি করেন, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের আবাসনে তাঁদের অবদান কোথায়? আবাসনের যদি এতই চাহিদা, পূর্বাচল, উত্তরা তৃতীয় পর্বসহ বিভিন্ন প্রকল্পে বছরের পর বছর খালি প্লট তাহলে কেন পড়ে আছে? কৃষিজমি, প্লাবনভূমি সংরক্ষণ করেই ঢাকার টেকসই পরিকল্পনা করতে হবে।
আবাসন ব্যবসায়ীরা সমাজে বৈষম্য তৈরি করছেন মন্তব্য করে আইপিডির পরিচালক ড. চৌধুরী যাবের সাদেক বলেন, আবাসন ব্যবসায়ীরা ড্যাপকে বৈষম্যমূলক বলছেন, অথচ উচ্চবিত্তদের প্রাধান্য দিয়ে ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে তাঁরাই সমাজে বৈষম্য তৈরি করছেন। ফলে ফ্ল্যাট কেনার বিষয়টি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
সভায় আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, পরিকল্পনাবিদ আবু তাহের, ডব্লিউবিবি ট্রাস্টের মো. মিঠুন প্রমুখ।
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৫ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
১ ঘণ্টা আগে