নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।
ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।
ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৮ মিনিট আগে