নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পর্যটন খাতের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করতে আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৭ তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপ লাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ ’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন। আজ শনিবার মেলা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা বাংলাদেশ মনিটর। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের প্লেন টিকিট ১০ শতাংশ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ শতাংশ ছাড়ে বিক্রির ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের মেলায় ১৪টি দেশের প্রতিনিধি সংস্থাসহ প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে।
ওয়াহিদুল আলম জানান, ৩ দিনব্যাপী পর্যটন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিজিট করা যাবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপরে সমাপনী দিনে একটি র্যাফেল ড্রর আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লি, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় অন্যান্য পুরস্কার।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পনসর অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভার, কো-স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ টুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সংবাদ সম্মেলনে ট্রিপ লাভারের মহাব্যবস্থাপক ও হেড অব অপারেশনস নিশা তাসনীম শেখ বলেন, ‘আমরা এ ধরনের ট্রাভেল মার্ট আয়োজনের অংশ হিসেবে থাকতে পেরে গর্বিত। এই ট্রাভেল মার্টের কারণে আজ বাংলাদেশ টুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মতো এ খাতের সব প্রতিষ্ঠান এক জায়গায় বসতে পারব।’
এ সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘একটা সময় সারা বিশ্ব যখন স্থবির ছিল, তখন একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-গুয়াঞ্জু রুটে ফ্লাইট চালিয়ে বিমানবন্দর সচল রেখেছিল। এমনকি সে সময় অনেকে ভারতের চেন্নাই চিকিৎসার জন্য গিয়ে কোভিডের জন্য আটকে গিয়েছিলেন। তাদের জন্য চার্টার্ড এয়ারলাইনস পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইনস। সে সময় অনেকের কাছে দেশে ফেরার টাকা ছিল না। আমরা তাদের টাকা ছাড়াই ফিরিয়ে এনেছি, দেশে ফিরে তারা টিকিটের মূল্য পরিশোধ করেছেন।’
পর্যটন মেলায় ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ অফারের কথা জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘পর্যটন মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের জন্য প্লেন টিকিটে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। বিশেষ অফারের মধ্যে রয়েছে মালদ্বীপ ও কক্সবাজার দুইটা টিকিট কিনলে দুই রাত্রি হোটেল ভাড়া ফ্রি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক বিক্রয় ও বিপণন (অতিরিক্ত সচিব) মো. যাহিদ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার প্রমুখ।
আয়োজকেরা জানিয়েছেন, ঢাকা ট্রাভেল মার্ট চলাকালীন ৪ জুন বিকেল সাড়ে তিনটায় সোনারগাঁ হোটেলে ‘আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ফ্লাই ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেহ মোস্তাফা কামাল, ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, এয়ার এস্ট্রার ব্যবস্থাপনা পরিচালক ইমরান আসিফ এবং ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।
পর্যটন খাতের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করতে আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৭ তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপ লাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ ’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন। আজ শনিবার মেলা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা বাংলাদেশ মনিটর। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের প্লেন টিকিট ১০ শতাংশ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ শতাংশ ছাড়ে বিক্রির ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের মেলায় ১৪টি দেশের প্রতিনিধি সংস্থাসহ প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে।
ওয়াহিদুল আলম জানান, ৩ দিনব্যাপী পর্যটন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিজিট করা যাবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপরে সমাপনী দিনে একটি র্যাফেল ড্রর আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লি, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় অন্যান্য পুরস্কার।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পনসর অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভার, কো-স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ টুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সংবাদ সম্মেলনে ট্রিপ লাভারের মহাব্যবস্থাপক ও হেড অব অপারেশনস নিশা তাসনীম শেখ বলেন, ‘আমরা এ ধরনের ট্রাভেল মার্ট আয়োজনের অংশ হিসেবে থাকতে পেরে গর্বিত। এই ট্রাভেল মার্টের কারণে আজ বাংলাদেশ টুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মতো এ খাতের সব প্রতিষ্ঠান এক জায়গায় বসতে পারব।’
এ সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘একটা সময় সারা বিশ্ব যখন স্থবির ছিল, তখন একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-গুয়াঞ্জু রুটে ফ্লাইট চালিয়ে বিমানবন্দর সচল রেখেছিল। এমনকি সে সময় অনেকে ভারতের চেন্নাই চিকিৎসার জন্য গিয়ে কোভিডের জন্য আটকে গিয়েছিলেন। তাদের জন্য চার্টার্ড এয়ারলাইনস পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইনস। সে সময় অনেকের কাছে দেশে ফেরার টাকা ছিল না। আমরা তাদের টাকা ছাড়াই ফিরিয়ে এনেছি, দেশে ফিরে তারা টিকিটের মূল্য পরিশোধ করেছেন।’
পর্যটন মেলায় ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ অফারের কথা জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘পর্যটন মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের জন্য প্লেন টিকিটে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। বিশেষ অফারের মধ্যে রয়েছে মালদ্বীপ ও কক্সবাজার দুইটা টিকিট কিনলে দুই রাত্রি হোটেল ভাড়া ফ্রি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক বিক্রয় ও বিপণন (অতিরিক্ত সচিব) মো. যাহিদ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার প্রমুখ।
আয়োজকেরা জানিয়েছেন, ঢাকা ট্রাভেল মার্ট চলাকালীন ৪ জুন বিকেল সাড়ে তিনটায় সোনারগাঁ হোটেলে ‘আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ফ্লাই ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেহ মোস্তাফা কামাল, ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, এয়ার এস্ট্রার ব্যবস্থাপনা পরিচালক ইমরান আসিফ এবং ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২২ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে