আয়নাল হোসেন, ঢাকা
এক মাস ধরে ট্রেড লাইসেন্স করার চেষ্টা করছেন পুরান ঢাকার বাবুবাজারের বিল্লাহ শাহ মেডিসিন মার্কেটের ওষুধ ব্যবসায়ী রাজু হোসেন। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে তাঁকে জানানো হয়, ড্রাগ লাইসেন্স ছাড়া ট্রেড লাইসেন্স করা যাবে না। অন্যদিকে ড্রাগ লাইসেন্স করতে গেলে সেখান থেকে বলা হয়, ট্রেড লাইসেন্স ছাড়া ড্রাগ লাইসেন্স দেওয়া হবে না।
শুধু রাজু হোসেন বা মহিউদ্দিন নন, লাইসেন্স নিয়ে এ ধরনের জটিলতায় আছেন আরও অনেক ফার্মেসি ব্যবসায়ী। ট্রেড লাইসেন্স না থাকায় ড্রাগ লাইসেন্স পাচ্ছেন না তাঁরা।
বিষয়টি নিয়ে বিল্লাহ শাহ মেডিসিন মার্কেটের সভাপতি খুরশেদ আলম বলেন, আগে ট্রেড লাইসেন্স সহজেই পাওয়া যেত। সম্প্রতি সিটি করপোরেশন বলছে, ড্রাগ লাইসেন্স ছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না। অন্যদিকে ট্রেড লাইসেন্স ছাড়া আবার ড্রাগ লাইসেন্স করতে পারছেন না তাঁরা। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রায় সময় পুরান ঢাকায় অভিযান চালাচ্ছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন ড্রাগ লাইসেন্স করতে হলে দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে। এটি ছাড়া ড্রাগ লাইসেন্সের জন্য আবেদনও করা যাচ্ছে না।
এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া ড্রাগ লাইসেন্সের আবেদনের সুযোগ নেই।
ঔষধ প্রশাসন অধিদপ্তর ট্রেড লাইসেন্স ছাড়া ড্রাগ লাইসেন্স না দিলেও সিটি করপোরেশন বলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না মর্মে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স দেওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, সিটি করপোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স প্রদানের কয়েকটি বিষয়ে অন্যান্য সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে প্রাথমিকভাবে ছাড়পত্র পাওয়ার পর ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো ছাড়পত্র প্রদানের সময় ট্রেড লাইসেন্স না চেয়েই নিয়মনীতির আলোকে ছাড়পত্র প্রদানের বিষয়টি নিষ্পন্ন করবে।
বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের সদস্যসচিব জাকির হোসেন রনি বলেন, ট্রেড লাইসেন্স করতে না পেরে অনেক ব্যবসায়ী আতঙ্কে রয়েছেন। আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়টি ব্যবসায়ীদের জানানো হয়নি। এতে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘ডিম আগে, না মুরগি আগে’ এই অবস্থা হয়েছে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে। তবে শিগগিরই বিষয়টির সুরাহা হবে বলে জানান তিনি।
এক মাস ধরে ট্রেড লাইসেন্স করার চেষ্টা করছেন পুরান ঢাকার বাবুবাজারের বিল্লাহ শাহ মেডিসিন মার্কেটের ওষুধ ব্যবসায়ী রাজু হোসেন। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে তাঁকে জানানো হয়, ড্রাগ লাইসেন্স ছাড়া ট্রেড লাইসেন্স করা যাবে না। অন্যদিকে ড্রাগ লাইসেন্স করতে গেলে সেখান থেকে বলা হয়, ট্রেড লাইসেন্স ছাড়া ড্রাগ লাইসেন্স দেওয়া হবে না।
শুধু রাজু হোসেন বা মহিউদ্দিন নন, লাইসেন্স নিয়ে এ ধরনের জটিলতায় আছেন আরও অনেক ফার্মেসি ব্যবসায়ী। ট্রেড লাইসেন্স না থাকায় ড্রাগ লাইসেন্স পাচ্ছেন না তাঁরা।
বিষয়টি নিয়ে বিল্লাহ শাহ মেডিসিন মার্কেটের সভাপতি খুরশেদ আলম বলেন, আগে ট্রেড লাইসেন্স সহজেই পাওয়া যেত। সম্প্রতি সিটি করপোরেশন বলছে, ড্রাগ লাইসেন্স ছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না। অন্যদিকে ট্রেড লাইসেন্স ছাড়া আবার ড্রাগ লাইসেন্স করতে পারছেন না তাঁরা। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রায় সময় পুরান ঢাকায় অভিযান চালাচ্ছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন ড্রাগ লাইসেন্স করতে হলে দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে। এটি ছাড়া ড্রাগ লাইসেন্সের জন্য আবেদনও করা যাচ্ছে না।
এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া ড্রাগ লাইসেন্সের আবেদনের সুযোগ নেই।
ঔষধ প্রশাসন অধিদপ্তর ট্রেড লাইসেন্স ছাড়া ড্রাগ লাইসেন্স না দিলেও সিটি করপোরেশন বলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে না মর্মে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স দেওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, সিটি করপোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স প্রদানের কয়েকটি বিষয়ে অন্যান্য সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে প্রাথমিকভাবে ছাড়পত্র পাওয়ার পর ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো ছাড়পত্র প্রদানের সময় ট্রেড লাইসেন্স না চেয়েই নিয়মনীতির আলোকে ছাড়পত্র প্রদানের বিষয়টি নিষ্পন্ন করবে।
বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের সদস্যসচিব জাকির হোসেন রনি বলেন, ট্রেড লাইসেন্স করতে না পেরে অনেক ব্যবসায়ী আতঙ্কে রয়েছেন। আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়টি ব্যবসায়ীদের জানানো হয়নি। এতে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘ডিম আগে, না মুরগি আগে’ এই অবস্থা হয়েছে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে। তবে শিগগিরই বিষয়টির সুরাহা হবে বলে জানান তিনি।
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১৮ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
৩৮ মিনিট আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে