টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ৪৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে উঠছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই নারী। আজ শনিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করার পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
এদিকে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম শাকিল মাহমুদ (২৩)। তিনি বরিশাল জেলার হিজলা থানার গুয়াবাড়িয়া গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে। শাকিল রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ বলছে, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে শাকিলের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরিচয়ের পরে শাকিল ওই নারীকে ‘মা’ বলে সম্বোধন করতেন। এর কিছুদিন পর তাঁরা একাধিকবার দেখা ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এরই একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় ভিডিও কলে কথা বলার সময় আপত্তিকর কিছু ছবি পাঠান ওই নারী। পরে শাকিল আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে প্রায়ই টঙ্গীতে ওই নারীর বাসায় আসতেন। এ সময় বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। গত শুক্রবার বিকেলে ফের টঙ্গীর বাসায় এসে ওই নারীকে মারধরের পর ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগে পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘ফেসবুকের মাধ্যমে শাকিলের সাথে পরিচয় হয় আমার। সে আমাকে ‘মা’ ডেকেছে। পরে তাঁর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ও শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেছে। আজ থানায় মামলা করেছি।’
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
গাজীপুরের টঙ্গীতে ৪৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে উঠছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই নারী। আজ শনিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করার পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
এদিকে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম শাকিল মাহমুদ (২৩)। তিনি বরিশাল জেলার হিজলা থানার গুয়াবাড়িয়া গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে। শাকিল রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ বলছে, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে শাকিলের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরিচয়ের পরে শাকিল ওই নারীকে ‘মা’ বলে সম্বোধন করতেন। এর কিছুদিন পর তাঁরা একাধিকবার দেখা ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এরই একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় ভিডিও কলে কথা বলার সময় আপত্তিকর কিছু ছবি পাঠান ওই নারী। পরে শাকিল আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে প্রায়ই টঙ্গীতে ওই নারীর বাসায় আসতেন। এ সময় বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। গত শুক্রবার বিকেলে ফের টঙ্গীর বাসায় এসে ওই নারীকে মারধরের পর ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগে পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘ফেসবুকের মাধ্যমে শাকিলের সাথে পরিচয় হয় আমার। সে আমাকে ‘মা’ ডেকেছে। পরে তাঁর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ও শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেছে। আজ থানায় মামলা করেছি।’
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
ফেনীতে জুতার ভেতরে লুকিয়ে রাখা দশটি স্বর্ণের বারসহ দ্বীজেন ধর (৩৯) নামে এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই স্বর্ণের ওজন ১ হাজার ১৬৬ গ্রাম, যার আনুমানিক মূল্য এক কোটি
২ মিনিট আগেনওগাঁয় শীতের প্রভাবে মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মেলছে। আজ রোববার উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
৮ মিনিট আগেশিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
১৯ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
২১ মিনিট আগে