সৌগত বসু ও নাজমুল হাসান সাগর, গাজীপুর থেকে
নির্বাচন সুষ্ঠু না হলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদেশি বন্ধুদের কাছে অভিযোগ করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে দেশে ও সরকারের উচ্চমহলের কাছে অভিযোগ জানাব। প্রয়োজনে বিদেশি বন্ধুদের কাছেও অভিযোগ জানাব।’
আজ বুধবার গাজীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।
এর আগে গত রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন জায়েদা খাতুন। ইংরেজিতে লেখা জায়েদা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেওয়া হয়েছে। এর আগে, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে একই দাবিতে চিঠি প্রদান করেন তিনি।
বিদেশিদের কাছে কী ধরনের সাহায্য চাচ্ছেন, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের প্রয়োজন হলে তাঁদের কাছে যাব। আমাদের যেসব হুমকি দিচ্ছে। এখানে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে বলব।’
জাহাঙ্গীর ব্যাখ্যা দিয়ে বলেন, গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস শিল্প এলাকা। ১৭০টি দেশের বিভিন্ন ক্রেতারা এখানে আসেন, কাজ করেন। এখানে কোনো ধরনের সমস্যা হলে দেশের অর্থনীতি ও ডলার সংকট হবে। তাই সবার কাছেই সহযোগিতা চাওয়া হচ্ছে।
জাহাঙ্গীর বলেন, তাঁদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা কোথাও যেতে পারেননি। ২০-২৫ দিন সময় পেয়েছেন। তার মধ্যে তাঁকে আদালতসহ বিভিন্ন সময় ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হয়েছে।
জাহাঙ্গীর এই নির্বাচনকে প্রতিবাদী নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন গাজীপুরের সম্মান বাঁচানোর নির্বাচন। আমরা ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব। তাই আপনারা ঘরে বসে না থেকে ভোটটা দিন।’
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু না হলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদেশি বন্ধুদের কাছে অভিযোগ করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে দেশে ও সরকারের উচ্চমহলের কাছে অভিযোগ জানাব। প্রয়োজনে বিদেশি বন্ধুদের কাছেও অভিযোগ জানাব।’
আজ বুধবার গাজীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।
এর আগে গত রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন জায়েদা খাতুন। ইংরেজিতে লেখা জায়েদা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেওয়া হয়েছে। এর আগে, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে একই দাবিতে চিঠি প্রদান করেন তিনি।
বিদেশিদের কাছে কী ধরনের সাহায্য চাচ্ছেন, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের প্রয়োজন হলে তাঁদের কাছে যাব। আমাদের যেসব হুমকি দিচ্ছে। এখানে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে বলব।’
জাহাঙ্গীর ব্যাখ্যা দিয়ে বলেন, গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস শিল্প এলাকা। ১৭০টি দেশের বিভিন্ন ক্রেতারা এখানে আসেন, কাজ করেন। এখানে কোনো ধরনের সমস্যা হলে দেশের অর্থনীতি ও ডলার সংকট হবে। তাই সবার কাছেই সহযোগিতা চাওয়া হচ্ছে।
জাহাঙ্গীর বলেন, তাঁদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা কোথাও যেতে পারেননি। ২০-২৫ দিন সময় পেয়েছেন। তার মধ্যে তাঁকে আদালতসহ বিভিন্ন সময় ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হয়েছে।
জাহাঙ্গীর এই নির্বাচনকে প্রতিবাদী নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন গাজীপুরের সম্মান বাঁচানোর নির্বাচন। আমরা ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব। তাই আপনারা ঘরে বসে না থেকে ভোটটা দিন।’
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৫ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৭ মিনিট আগে