নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষকদের অধিকার আদায়, সংকট নিরসন ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐকমত্য গড়ে তোলার প্রত্যয়সহ ৯ দাবিতে আত্মপ্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চের ৬ দলের কৃষক-খেতমজুর সংগঠনের জোট ‘কৃষক খেতমজুর গণমঞ্চ’।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মঞ্চের প্রধান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশীদ বলেন, ‘বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে সংকটকালীন মুহূর্ত পার করছে। ২০১৪ ও ২০১৮ সালের ভোটারবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে দেশে প্রায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসনকে ক্রমশ শক্তিশালী করছে। আর একদলীয় ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে বর্তমান সরকার দেশের সমস্ত সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।’
আব্দুর রশীদ আরও বলেন, ‘দেশের সার্বিক এই পরিস্থিতিতে কৃষকদের অবস্থা হয়েছে সবচেয়ে আবহ। বর্তমান সরকারের আমলে কৃষকেরা রাষ্ট্রীয় ও ব্যবস্থাগত শোষণ ও লাঞ্ছনার শিকার। এমনকি চাষের জন্য প্রয়োজনীয় পানি না পেয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। দফায় দফায় সারসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও বাজারে সিন্ডিকেটের দখলদারিত্বের ফলে কৃষক হয়েছেন দিশেহারা।’
মঞ্চের এই সমন্বয়ক বলেন, নানান শিল্পকারখানা, ‘আবাসন প্রকল্পের ভূমি দস্যুতায় কৃষক তার শেষ অবলম্বন ভূমিটুকুও হারিয়ে পরিণত হয়েছেন ভূমিহীন খেতমজুরে। যারা শহরে পাড়ি জমাতে পারেননি তারা ক্ষুদ্র ঋণ নিয়ে হয়েছেন অটো ভ্যান কিংবা অটোরিকশা চালক। করোনা, হাওর অঞ্চল এবং উত্তরবঙ্গের প্লাবনভূমিতে বন্যায় ফসল ভেসে গেলেও রাষ্ট্র কৃষকের পাশে দাঁড়ায়নি।’
খেতমজুরদের প্রসঙ্গে আব্দুর রশীদ বলেন, ‘খেতমজুরদের এখনো সারা বছর কাজের ব্যবস্থা নেই । সরকারের কর্মসৃজন প্রকল্পসমূহের বিশেষ কোনো কার্যকারিতা নেই। ভূমিহীনেরা এখনো খাসজমির অধিকার থেকে বঞ্চিত। গ্রামের গরিবদের জন্য নেওয়া প্রকল্পসমূহে রয়েছে সীমাহীন দুর্নীতি আর দলবাজি। আর গ্রামীণ মজুরদের এখনো শ্রমিক হিসাবে কোনো স্বীকৃতি নেই, গ্রামের গরিবদের জন্য রেশনেরও কোনো ব্যবস্থা নেই।’
ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকারের পতন, ভোটাধিকার প্রতিষ্ঠায় ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে দেশের কৃষক খেতমজুরের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা প্রয়োজনীয় উল্লেখ করে ৯ দফা দাবি তুলে ধরেন আব্দুর রশীদ।
আব্দুর রশীদ বলেন, ‘ফসলের লাভজনক দাম দিতে হবে, কৃষি উপকরণের দাম কমাতে হবে; কৃষিবান্ধব কৃষিপণ্য মূল্য কমিশন প্রতিষ্ঠা করতে হবে; কৃষকদের জন্য নারী-পুরুষ নির্বিশেষে কৃষি কার্ড দিতে হবে; কৃষিঋণ নিয়ে হয়রানি বন্ধ করতে হবে; বন্ধ করা পাটকল ও চিনিকল আধুনিকায়নের মাধ্যমে সরকারিভাবে চালু করাতে হবে।’
আব্দুর রশীদ আরও জানান, জাতীয় কমিশন গঠন করে আমুল ভূমিসংস্কার করতে হবে; নদী-হাওর-বিল-খালের ইজারা পদ্ধতি বাতিল করতে হবে; খেতমজুর ও গ্রামীণ মজুরদের ১৫০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করাতে হবে; কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী ব্যবস্থা বিদায় করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী কৃষক সংহতির আনসার আলী দুলাল, ভাসানী কৃষক পরিষদের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
কৃষকদের অধিকার আদায়, সংকট নিরসন ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐকমত্য গড়ে তোলার প্রত্যয়সহ ৯ দাবিতে আত্মপ্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চের ৬ দলের কৃষক-খেতমজুর সংগঠনের জোট ‘কৃষক খেতমজুর গণমঞ্চ’।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মঞ্চের প্রধান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশীদ বলেন, ‘বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে সংকটকালীন মুহূর্ত পার করছে। ২০১৪ ও ২০১৮ সালের ভোটারবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে দেশে প্রায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসনকে ক্রমশ শক্তিশালী করছে। আর একদলীয় ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে বর্তমান সরকার দেশের সমস্ত সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।’
আব্দুর রশীদ আরও বলেন, ‘দেশের সার্বিক এই পরিস্থিতিতে কৃষকদের অবস্থা হয়েছে সবচেয়ে আবহ। বর্তমান সরকারের আমলে কৃষকেরা রাষ্ট্রীয় ও ব্যবস্থাগত শোষণ ও লাঞ্ছনার শিকার। এমনকি চাষের জন্য প্রয়োজনীয় পানি না পেয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। দফায় দফায় সারসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও বাজারে সিন্ডিকেটের দখলদারিত্বের ফলে কৃষক হয়েছেন দিশেহারা।’
মঞ্চের এই সমন্বয়ক বলেন, নানান শিল্পকারখানা, ‘আবাসন প্রকল্পের ভূমি দস্যুতায় কৃষক তার শেষ অবলম্বন ভূমিটুকুও হারিয়ে পরিণত হয়েছেন ভূমিহীন খেতমজুরে। যারা শহরে পাড়ি জমাতে পারেননি তারা ক্ষুদ্র ঋণ নিয়ে হয়েছেন অটো ভ্যান কিংবা অটোরিকশা চালক। করোনা, হাওর অঞ্চল এবং উত্তরবঙ্গের প্লাবনভূমিতে বন্যায় ফসল ভেসে গেলেও রাষ্ট্র কৃষকের পাশে দাঁড়ায়নি।’
খেতমজুরদের প্রসঙ্গে আব্দুর রশীদ বলেন, ‘খেতমজুরদের এখনো সারা বছর কাজের ব্যবস্থা নেই । সরকারের কর্মসৃজন প্রকল্পসমূহের বিশেষ কোনো কার্যকারিতা নেই। ভূমিহীনেরা এখনো খাসজমির অধিকার থেকে বঞ্চিত। গ্রামের গরিবদের জন্য নেওয়া প্রকল্পসমূহে রয়েছে সীমাহীন দুর্নীতি আর দলবাজি। আর গ্রামীণ মজুরদের এখনো শ্রমিক হিসাবে কোনো স্বীকৃতি নেই, গ্রামের গরিবদের জন্য রেশনেরও কোনো ব্যবস্থা নেই।’
ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকারের পতন, ভোটাধিকার প্রতিষ্ঠায় ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে দেশের কৃষক খেতমজুরের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা প্রয়োজনীয় উল্লেখ করে ৯ দফা দাবি তুলে ধরেন আব্দুর রশীদ।
আব্দুর রশীদ বলেন, ‘ফসলের লাভজনক দাম দিতে হবে, কৃষি উপকরণের দাম কমাতে হবে; কৃষিবান্ধব কৃষিপণ্য মূল্য কমিশন প্রতিষ্ঠা করতে হবে; কৃষকদের জন্য নারী-পুরুষ নির্বিশেষে কৃষি কার্ড দিতে হবে; কৃষিঋণ নিয়ে হয়রানি বন্ধ করতে হবে; বন্ধ করা পাটকল ও চিনিকল আধুনিকায়নের মাধ্যমে সরকারিভাবে চালু করাতে হবে।’
আব্দুর রশীদ আরও জানান, জাতীয় কমিশন গঠন করে আমুল ভূমিসংস্কার করতে হবে; নদী-হাওর-বিল-খালের ইজারা পদ্ধতি বাতিল করতে হবে; খেতমজুর ও গ্রামীণ মজুরদের ১৫০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করাতে হবে; কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী ব্যবস্থা বিদায় করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী কৃষক সংহতির আনসার আলী দুলাল, ভাসানী কৃষক পরিষদের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। বিষয়টি তাৎক্
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
১ ঘণ্টা আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
২ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২ ঘণ্টা আগে