মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াতে খাবার খেয়ে ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের বেশির ভাগই শিশু। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে সুন্নত খতনা উপলক্ষে একটি ভূরিভোজের আয়োজন করা হয়। ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এতে ভাত, মুরগির রোস্ট, গরুর গোশত, ডাল ও দই খাবারের ব্যবস্থা ছিল। সেখানে খাবার গ্রহণের পর বিকেল থেকে কমপক্ষে ২৬ নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়।
রোগীদের সঙ্গে আসা নলুয়া গ্রামের আসাদ মিয়া জানান, তিনি নিজেও দাওয়াত খেয়েছেন। তবে তাঁর কোনো সমস্যা হচ্ছে না। তিনি সেখানে গরুর মাংস খাননি।
রোগী ও তাঁর সঙ্গের লোকজনের দাবি, সেখানকার দই খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার্থে ভর্তিকৃতদের অধিকাংশের বয়সই ১১ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বলে জানা যায়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, এখানে আসা রোগীদের প্রায় সবারই অসুস্থতা ছিল বমি।
চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হীরনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি এখন টুঙ্গিপাড়া আছেন। তার এলাকায় সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২৫ জন অসুস্থ হয়েছে বলে খবর পেয়েছেন তিনি।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এমদাদুল হক বলেন, হাসপাতালে ভর্তিকৃত অধিকাংশেরই পেট ব্যথা ও বমি হচ্ছে। খাবারের সমস্যা থেকে এমনটি হয়ে থাকতে পারে।
নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াতে খাবার খেয়ে ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের বেশির ভাগই শিশু। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে সুন্নত খতনা উপলক্ষে একটি ভূরিভোজের আয়োজন করা হয়। ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এতে ভাত, মুরগির রোস্ট, গরুর গোশত, ডাল ও দই খাবারের ব্যবস্থা ছিল। সেখানে খাবার গ্রহণের পর বিকেল থেকে কমপক্ষে ২৬ নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়।
রোগীদের সঙ্গে আসা নলুয়া গ্রামের আসাদ মিয়া জানান, তিনি নিজেও দাওয়াত খেয়েছেন। তবে তাঁর কোনো সমস্যা হচ্ছে না। তিনি সেখানে গরুর মাংস খাননি।
রোগী ও তাঁর সঙ্গের লোকজনের দাবি, সেখানকার দই খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার্থে ভর্তিকৃতদের অধিকাংশের বয়সই ১১ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বলে জানা যায়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, এখানে আসা রোগীদের প্রায় সবারই অসুস্থতা ছিল বমি।
চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হীরনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি এখন টুঙ্গিপাড়া আছেন। তার এলাকায় সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২৫ জন অসুস্থ হয়েছে বলে খবর পেয়েছেন তিনি।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এমদাদুল হক বলেন, হাসপাতালে ভর্তিকৃত অধিকাংশেরই পেট ব্যথা ও বমি হচ্ছে। খাবারের সমস্যা থেকে এমনটি হয়ে থাকতে পারে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৮ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৯ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩০ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩২ মিনিট আগে