শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি দেশীয় জাতের কলাগাছে ৯টি কাঁদিতে কলা ধরেছে অগণিত। মূলত একটি কাঁদিই নিচের দিকে নয় ভাগ হয়েছে। কাঁদিটি প্রায় ৩ ফুট লম্বা। কলার ভারে যাতে গাছটি হেলে না পড়ে সে জন্য বাঁশের খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়েছে। এই অদ্ভুত কলার কাঁদি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছে।
উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কড়ইবাগ এলাকার মৃত ওয়ারেশ আলী মোল্লার ছেলে মো. লতিফ মোল্লার বাড়ির পাশে ওই কলাগাছ।
কলাগাছের মালিক লতিফ মোল্লা বলেন, ‘আমার একটি কলাগাছে প্রথমে একটি মোচা বের হতে দেখি। এরপর একে একে ৯টি মোচা বের হয়েছে। সব মোচা থেকেই কমবেশি কলা ধরেছে। কলার কাঁদিটি আনুমানিক ৩ ফুট লম্বা হয়েছে। কলাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদি আরও বড় হবে। কাঁদিতে অসংখ্য কলা রয়েছে। গোনা হয়নি।’
লতিফ মোল্লা আরও বলেন, ‘এটি দেশীয় জাতের কলাগাছ। স্থানীয়ভাবে এটিকে জাইত কলা বলে। কলার ভারে যাতে গাছ ভেঙে না পড়ে সে জন্য বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। বাড়ির চারপাশে অনেক কলাগাছ রয়েছে। কিন্তু তেমন পরিচর্যা করা হয় না। এই গাছে অতিরিক্ত কলা ধরার পর থেকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।’
লতিফ মোল্লার বড়ভাই আব্দুল আজিজ বলেন, ‘এক সপ্তাহ যাবৎ মানুষ কলা দেখতে আসছে। বিশাল আকৃতির কাঁদিতে রয়েছে অসংখ্য ছোটবড় কলা। দেখতে খুবই সুন্দর। কলাগুলো এখনো পরিপক্ব হয়নি।’
কলাগাছের কলা দেখতে আসা মণির হোসেন বলেন, ‘এ রকম কলাগাছ আর দেখিনি। লোকমুখে শুনে দেখতে এলাম। দেখতে অনেক সুন্দর, আর এত কলা একটি গাছে! এদিক–সেদিক কয়েকটি মোচা বের হয়ে সবগুলোতে কমবেশি কলা ধরেছে।’
কলাগাছ দেখতে আসা রমজান আলী বলেন, ‘আশ্চর্য হওয়ার মতো! এক গাছে এত কলা! বেশ কয়েকটি মোচা বের হয়ে কলা ধরেছে। কলার মোচাটি বেশ বড়। অসংখ্য কলা ধরছে, গোনার চেষ্টা করেও শেষ করতে পারলাম না!’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ‘একটি কলাগাছে ৯টি মোচা বের হয়ে সবগুলোতে কলা ধরার বিষয়টি আপনার কাছে শুনলাম। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমরা গিয়ে দেখব।’
গাজীপুরের শ্রীপুরে একটি দেশীয় জাতের কলাগাছে ৯টি কাঁদিতে কলা ধরেছে অগণিত। মূলত একটি কাঁদিই নিচের দিকে নয় ভাগ হয়েছে। কাঁদিটি প্রায় ৩ ফুট লম্বা। কলার ভারে যাতে গাছটি হেলে না পড়ে সে জন্য বাঁশের খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়েছে। এই অদ্ভুত কলার কাঁদি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছে।
উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কড়ইবাগ এলাকার মৃত ওয়ারেশ আলী মোল্লার ছেলে মো. লতিফ মোল্লার বাড়ির পাশে ওই কলাগাছ।
কলাগাছের মালিক লতিফ মোল্লা বলেন, ‘আমার একটি কলাগাছে প্রথমে একটি মোচা বের হতে দেখি। এরপর একে একে ৯টি মোচা বের হয়েছে। সব মোচা থেকেই কমবেশি কলা ধরেছে। কলার কাঁদিটি আনুমানিক ৩ ফুট লম্বা হয়েছে। কলাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদি আরও বড় হবে। কাঁদিতে অসংখ্য কলা রয়েছে। গোনা হয়নি।’
লতিফ মোল্লা আরও বলেন, ‘এটি দেশীয় জাতের কলাগাছ। স্থানীয়ভাবে এটিকে জাইত কলা বলে। কলার ভারে যাতে গাছ ভেঙে না পড়ে সে জন্য বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। বাড়ির চারপাশে অনেক কলাগাছ রয়েছে। কিন্তু তেমন পরিচর্যা করা হয় না। এই গাছে অতিরিক্ত কলা ধরার পর থেকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।’
লতিফ মোল্লার বড়ভাই আব্দুল আজিজ বলেন, ‘এক সপ্তাহ যাবৎ মানুষ কলা দেখতে আসছে। বিশাল আকৃতির কাঁদিতে রয়েছে অসংখ্য ছোটবড় কলা। দেখতে খুবই সুন্দর। কলাগুলো এখনো পরিপক্ব হয়নি।’
কলাগাছের কলা দেখতে আসা মণির হোসেন বলেন, ‘এ রকম কলাগাছ আর দেখিনি। লোকমুখে শুনে দেখতে এলাম। দেখতে অনেক সুন্দর, আর এত কলা একটি গাছে! এদিক–সেদিক কয়েকটি মোচা বের হয়ে সবগুলোতে কমবেশি কলা ধরেছে।’
কলাগাছ দেখতে আসা রমজান আলী বলেন, ‘আশ্চর্য হওয়ার মতো! এক গাছে এত কলা! বেশ কয়েকটি মোচা বের হয়ে কলা ধরেছে। কলার মোচাটি বেশ বড়। অসংখ্য কলা ধরছে, গোনার চেষ্টা করেও শেষ করতে পারলাম না!’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ‘একটি কলাগাছে ৯টি মোচা বের হয়ে সবগুলোতে কলা ধরার বিষয়টি আপনার কাছে শুনলাম। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমরা গিয়ে দেখব।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৪ ঘণ্টা আগে