নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।
ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা।
এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি।
এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।
রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।
ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা।
এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি।
এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৩ মিনিট আগে