রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ঘাট এলাকায় আটকা পড়ে শতাধিক যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকাল ৭টায় ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশা আচ্ছন্ন ফেরি ঘাট এলাকা। মধ্যে রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সামসুল আলম বলেন, ‘রাত পৌনে ১টায় ঘাটে এসেছি। কুয়াশার কারণে এ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারা রাত অনেক কষ্ট হয়েছে।’
আরেক যাত্রী অনন্যা চৌধুরী বলেন, ‘জরুরি কাজে ঢাকাতে যেতে হবে। ভোরে ভাইয়ার সঙ্গে বাইকে রওনা দিয়েছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। এখন সকাল ৯টা বাজলেও কুয়াশা কাটেনি।’
বাস চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে জানতে পারি কুয়াশায় ফেরি চলাচল বন্ধ।’
বেনাপোল থেকে আসা ট্রাকচালক কামরুল ইসলাম বলেন, ‘রাত ২টা থেকে ফেরিতে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি।’
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও রাত দুইটা থেকে কুয়ার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মো. সালাহউদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সারে ৯টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ঘাট এলাকায় আটকা পড়ে শতাধিক যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকাল ৭টায় ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশা আচ্ছন্ন ফেরি ঘাট এলাকা। মধ্যে রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সামসুল আলম বলেন, ‘রাত পৌনে ১টায় ঘাটে এসেছি। কুয়াশার কারণে এ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারা রাত অনেক কষ্ট হয়েছে।’
আরেক যাত্রী অনন্যা চৌধুরী বলেন, ‘জরুরি কাজে ঢাকাতে যেতে হবে। ভোরে ভাইয়ার সঙ্গে বাইকে রওনা দিয়েছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। এখন সকাল ৯টা বাজলেও কুয়াশা কাটেনি।’
বাস চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে জানতে পারি কুয়াশায় ফেরি চলাচল বন্ধ।’
বেনাপোল থেকে আসা ট্রাকচালক কামরুল ইসলাম বলেন, ‘রাত ২টা থেকে ফেরিতে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি।’
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও রাত দুইটা থেকে কুয়ার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মো. সালাহউদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সারে ৯টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৪ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে