রাজবাড়ী প্রতিনিধি
‘ঢাকার একটি হাসপাতালে আমার একজন রোগী ভর্তি আছে। ভোর ৬টায় রাজবাড়ীর মুরগির ফার্মে এসেছি। এসে জানতে পারি বাস চলছে না, তাহলে আমি এখন ঢাকায় যাব কীভাবে? আমাদের প্লেনে ঢাকায় নিয়ে যাক, নইলে আমার এখন গলায় দড়ি দেওয়া লাগবে এ ছাড়া কোনো উপায় নেই। এই কি স্বাধীন দেশ? আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি?’—এভাবেই রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় কথা বলছিলেন আব্দুল হালিম।
মহাসড়কে অবৈধ যান বন্ধের দাবিতে রাজবাড়ীতে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। হঠাৎ ধর্মঘটের কারণে সারা দেশের সঙ্গে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সরেজমিন শহরের মুরগির ফার্ম এলাকার অস্থায়ী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ধর্মঘটের কারণে আন্তজেলা বাসসহ দূরপাল্লার কোনো বাস রাজবাড়ী ছেড়ে যায়নি। মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট চললেও রাজবাড়ীর মহাসড়কগুলোতেই মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছে ভোগান্তিতে। দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে তিন চাকার যানবাহনে যাতায়াত করতে হচ্ছে তাদের।
আজ শুক্রবার সকাল ৯টায় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় যানবাহনের অপেক্ষায় থাকা পাংশা থেকে আসা রহমত আলী বলেন, ‘আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে ফরিদপুরে। বাস ধর্মঘটের কারণে ইঞ্জিনচালিত মাহেন্দ্রে চড়ে পাংশা থেকে রাজবাড়ীর মুরগির ফার্মে এসেছি। এখানে এসে ফরিদপুরে যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছি না। যা-ও দু-একটা অটোরিকশা পাওয়া যায়, ভাড়া চাইছে দ্বিগুণ। সময়মতো পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশগ্রহণ করব কীভাবে?’
তানিয়া খাতুন নামে একজন বলেন, ‘খুব খারাপ লাগছে। সড়কে কোনো গাড়ি নেই। রিকশা আর অটোরিকশা চলাচল করছে। গোয়ালন্দ মোড়ে যাব, তাই একটা রিকশা ভাড়া করলাম। ভাড়া দেওয়া লাগবে তিন গুণ। অথচ রাজবাড়ীর মুরগির ফার্ম থেকে গোয়ালন্দ মোড় বাসে ভাড়া ২৫ টাকা। বাস বন্ধ থাকায় রিকশা ভাড়ায় আমার এখন গুনতে হচ্ছে পঁচাত্তর টাকা।’
জেলা বাস মালিক সমিতির সাধারণত সম্পাদক মুরাদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যানবাহন চলছে। এসব যানবাহনের কারণে ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ যানবাহন বন্ধের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।’
‘ঢাকার একটি হাসপাতালে আমার একজন রোগী ভর্তি আছে। ভোর ৬টায় রাজবাড়ীর মুরগির ফার্মে এসেছি। এসে জানতে পারি বাস চলছে না, তাহলে আমি এখন ঢাকায় যাব কীভাবে? আমাদের প্লেনে ঢাকায় নিয়ে যাক, নইলে আমার এখন গলায় দড়ি দেওয়া লাগবে এ ছাড়া কোনো উপায় নেই। এই কি স্বাধীন দেশ? আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি?’—এভাবেই রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় কথা বলছিলেন আব্দুল হালিম।
মহাসড়কে অবৈধ যান বন্ধের দাবিতে রাজবাড়ীতে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। হঠাৎ ধর্মঘটের কারণে সারা দেশের সঙ্গে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সরেজমিন শহরের মুরগির ফার্ম এলাকার অস্থায়ী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ধর্মঘটের কারণে আন্তজেলা বাসসহ দূরপাল্লার কোনো বাস রাজবাড়ী ছেড়ে যায়নি। মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট চললেও রাজবাড়ীর মহাসড়কগুলোতেই মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছে ভোগান্তিতে। দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে তিন চাকার যানবাহনে যাতায়াত করতে হচ্ছে তাদের।
আজ শুক্রবার সকাল ৯টায় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় যানবাহনের অপেক্ষায় থাকা পাংশা থেকে আসা রহমত আলী বলেন, ‘আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে ফরিদপুরে। বাস ধর্মঘটের কারণে ইঞ্জিনচালিত মাহেন্দ্রে চড়ে পাংশা থেকে রাজবাড়ীর মুরগির ফার্মে এসেছি। এখানে এসে ফরিদপুরে যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছি না। যা-ও দু-একটা অটোরিকশা পাওয়া যায়, ভাড়া চাইছে দ্বিগুণ। সময়মতো পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশগ্রহণ করব কীভাবে?’
তানিয়া খাতুন নামে একজন বলেন, ‘খুব খারাপ লাগছে। সড়কে কোনো গাড়ি নেই। রিকশা আর অটোরিকশা চলাচল করছে। গোয়ালন্দ মোড়ে যাব, তাই একটা রিকশা ভাড়া করলাম। ভাড়া দেওয়া লাগবে তিন গুণ। অথচ রাজবাড়ীর মুরগির ফার্ম থেকে গোয়ালন্দ মোড় বাসে ভাড়া ২৫ টাকা। বাস বন্ধ থাকায় রিকশা ভাড়ায় আমার এখন গুনতে হচ্ছে পঁচাত্তর টাকা।’
জেলা বাস মালিক সমিতির সাধারণত সম্পাদক মুরাদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যানবাহন চলছে। এসব যানবাহনের কারণে ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ যানবাহন বন্ধের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৬ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৭ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে