নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক প্রেমিকা। শুক্রবার রাতে উপজেলার নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল।
দগ্ধ প্রেমিকাকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আটক মো. শরীফ (২২) দোহার উপজেলার করিমগঞ্জের মো. সিরাজের ছেলে।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই তরুণী ৷ তাঁর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। ঘটনার পরপরই প্রেমিকাকে দেখতে এলে প্রেমিক শরীফকে আটক করে এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে পুলিশ শরীফকে তাদের হেফাজতে নিয়ে যায়।
প্রেমিক শরীফ জানান, তরুণীর সঙ্গে তাঁর এক বছরের সম্পর্ক। শুক্রবার প্রেমিককে না জানিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন ৷ এ নিয়ে দুজনের মধ্যে রাগারাগি। এতে অভিমান করে ওই তরুণী মোবাইল ফোনে কল দিয়ে জানান, এখনই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। মোবাইল ফোনে কথা বলতে বলতেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ৷ তাঁর চিৎকার শুনে দোহার থেকে বান্দুরা চলে আসেন শরীফ।
তরুণীর ভাই বলেন, ‘ঈদের পরই ওদের বিয়ে হওয়ার কথা। কী কারণে বোন শরীরে আগুন দিল বুঝতে পারছি না। আগে বোনের চিকিৎসা করাই, তারপর দেখা যাবে কী করা যায়।’
শরীফের মা শরুফা বেগম বলেন, ‘ঈদের পরই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম ৷ সন্ধ্যায় শরীফ আমার সঙ্গে ইফতারি করেছে ৷ কী নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আমরা বলতে পারি না। আমার ছেলে অন্যায় করলে তো আর খবর শুনে ছুটে যেত না।’
সহকারী উপপরিদর্শক ইসমাইল আরও জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য শরীফকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক প্রেমিকা। শুক্রবার রাতে উপজেলার নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল।
দগ্ধ প্রেমিকাকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আটক মো. শরীফ (২২) দোহার উপজেলার করিমগঞ্জের মো. সিরাজের ছেলে।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই তরুণী ৷ তাঁর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। ঘটনার পরপরই প্রেমিকাকে দেখতে এলে প্রেমিক শরীফকে আটক করে এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে পুলিশ শরীফকে তাদের হেফাজতে নিয়ে যায়।
প্রেমিক শরীফ জানান, তরুণীর সঙ্গে তাঁর এক বছরের সম্পর্ক। শুক্রবার প্রেমিককে না জানিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন ৷ এ নিয়ে দুজনের মধ্যে রাগারাগি। এতে অভিমান করে ওই তরুণী মোবাইল ফোনে কল দিয়ে জানান, এখনই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। মোবাইল ফোনে কথা বলতে বলতেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ৷ তাঁর চিৎকার শুনে দোহার থেকে বান্দুরা চলে আসেন শরীফ।
তরুণীর ভাই বলেন, ‘ঈদের পরই ওদের বিয়ে হওয়ার কথা। কী কারণে বোন শরীরে আগুন দিল বুঝতে পারছি না। আগে বোনের চিকিৎসা করাই, তারপর দেখা যাবে কী করা যায়।’
শরীফের মা শরুফা বেগম বলেন, ‘ঈদের পরই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম ৷ সন্ধ্যায় শরীফ আমার সঙ্গে ইফতারি করেছে ৷ কী নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আমরা বলতে পারি না। আমার ছেলে অন্যায় করলে তো আর খবর শুনে ছুটে যেত না।’
সহকারী উপপরিদর্শক ইসমাইল আরও জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য শরীফকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৫ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১২ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৭ মিনিট আগে