নিজস্ব প্রতিবেদক, সাভার
ছোট মেয়ের আবদারে কলেজপড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় রাতে খেতে গিয়েছিলেন গৃহবধূ ববিতা আক্তার। খাবার খেয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হন তিনি। এরপর থেকে টানা ছয় দিন চিকিৎসাধীন থেকেও শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবার রাতে হাসপাতালে মারা যান ববিতা আক্তার।
ঘটনাটি ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায়। ববিতা আক্তার (৩৭) আশুলিয়ার বাইপাইল এলাকার মণ্ডলপাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী।
এসব বিষয় জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত ১৫ এপ্রিল (সোমবার) রাত ৭টার দিকে মেয়ে নুসরাত আক্তারের (৪) আবদারে রাতের খাবার খাওয়ার জন্য ছেলে সাজু মণ্ডলকে (১৯) সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় যান ববিতা। সেখান থেকে রাত ৯টার দিকে ছেলে ও মেয়েকে নিয়ে রিকশায় বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ববিতা আক্তার রিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
আশুলিয়ার ওসি এ এফ এম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ওসমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
ছোট মেয়ের আবদারে কলেজপড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় রাতে খেতে গিয়েছিলেন গৃহবধূ ববিতা আক্তার। খাবার খেয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হন তিনি। এরপর থেকে টানা ছয় দিন চিকিৎসাধীন থেকেও শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবার রাতে হাসপাতালে মারা যান ববিতা আক্তার।
ঘটনাটি ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায়। ববিতা আক্তার (৩৭) আশুলিয়ার বাইপাইল এলাকার মণ্ডলপাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী।
এসব বিষয় জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত ১৫ এপ্রিল (সোমবার) রাত ৭টার দিকে মেয়ে নুসরাত আক্তারের (৪) আবদারে রাতের খাবার খাওয়ার জন্য ছেলে সাজু মণ্ডলকে (১৯) সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় যান ববিতা। সেখান থেকে রাত ৯টার দিকে ছেলে ও মেয়েকে নিয়ে রিকশায় বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ববিতা আক্তার রিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
আশুলিয়ার ওসি এ এফ এম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ওসমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
চট্টগ্রামে মো. নয়ন (২৪) নামের ধর্ষণ মামলার এক আসামি আদালতের হাজতখানায় ধারালো বস্তু দিয়ে হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে মহানগর কোর্ট হাজতখানায় এই ঘটনা ঘটে। তবে গুরুতর কোনো আঘাত না পাওয়ায় ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়।
২ মিনিট আগেকক্সবাজার চকরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী আবু মিয়া (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
১৫ মিনিট আগে৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
৩৭ মিনিট আগে