সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন এবং সড়কের মাদানিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন, অন্যদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।
দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন এবং সড়কের মাদানিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন, অন্যদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ...
৩ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
২৩ মিনিট আগেরাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
১ ঘণ্টা আগে