নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ: ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১৭: ৪৮

নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

আজ শনিবার ঈদের তৃতীয় দিন দুপুরে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা এবং সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা মধ্যাহ্নভোজের আয়োজনটি বাস্তবায়ন করেন।

এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ভাইবোনেরা অক্লান্ত পরিশ্রম করে পূর্বঘোষিত আট ঘণ্টায় কোরবানির সব বর্জ্য অপসারণ করেছে। কাজটি সফল করা সম্ভব হয়েছে পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর পরিশ্রমে। তাই পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শ্রমিক ভাইবোনদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে খানার আয়োজন করেছি।’ 

ঈদের দিন বেলা ২টা থেকে ৮ ঘণ্টার মধ্যে ডিএনসিসির সব বর্জ্য অপসারণ করেন পরিচ্ছন্নতাকর্মীরাগত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ডিএনসিসি এলাকায় বেলা ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় ৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি। ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রায় সাড়ে ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত