নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৯ মিনিট আগে