নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম।
অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন।
একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’
শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’
আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম।
অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন।
একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’
শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’
আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
২৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে