নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার সবকটি প্রবেশমুখে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি জেলা পুলিশও প্রবেশমুখগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে। ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ কম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো স্পটেই বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে আসতে দেখা যায়নি।
আজ শনিবার সকালে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ ঘুরে এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
ইতিমধ্যে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ডিএমপির অনুমতি না পেয়ে কর্মসূচি প্রত্যাহার করলেও বিএনপি কর্মসূচি পালনের ঘোষণায় অনড় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা খুবই কম। বিশেষ করে যাত্রীবাহী বাস অল্পসংখ্যক চলতে দেখা গেছে। সাধারণ মানুষের সমাগম খুবই কম। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বাইরে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই ঢাকার বাইরে থেকে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন।
মূল সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাব, কাঁটাবন, নিউ মার্কেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্যদিকে ঢাকায় প্রবেশমুখের অন্যতম একটি গাবতলী। এই প্রবেশমুখের খালেক পাম্পসংলগ্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা, তবে সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাউকে দেখা যায়নি। যদিও কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা।
বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। আজ শনিবার সকালে প্রতিটি স্পটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পরিস্থিতি হতে দেওয়া যাবে না।
ঢাকার সবকটি প্রবেশমুখে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি জেলা পুলিশও প্রবেশমুখগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে। ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ কম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো স্পটেই বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে আসতে দেখা যায়নি।
আজ শনিবার সকালে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ ঘুরে এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
ইতিমধ্যে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ডিএমপির অনুমতি না পেয়ে কর্মসূচি প্রত্যাহার করলেও বিএনপি কর্মসূচি পালনের ঘোষণায় অনড় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা খুবই কম। বিশেষ করে যাত্রীবাহী বাস অল্পসংখ্যক চলতে দেখা গেছে। সাধারণ মানুষের সমাগম খুবই কম। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বাইরে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই ঢাকার বাইরে থেকে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন।
মূল সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাব, কাঁটাবন, নিউ মার্কেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্যদিকে ঢাকায় প্রবেশমুখের অন্যতম একটি গাবতলী। এই প্রবেশমুখের খালেক পাম্পসংলগ্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা, তবে সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাউকে দেখা যায়নি। যদিও কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা।
বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। আজ শনিবার সকালে প্রতিটি স্পটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পরিস্থিতি হতে দেওয়া যাবে না।
শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
৫ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
৭ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
১২ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
১৬ মিনিট আগে