নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন সুনামগঞ্জ জেলার ভাঙ্গাপাড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় স্পিনিং মিলে কর্মরত ছিলেন।
নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কারখানার মেকানিক্যাল সেকশনে কাজ করতেন। সকালে বাড়ি থেকে হেঁটে মিলে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
সুমনের সহকর্মী ইব্রাহিম বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা তাঁকে ধরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেকে রেফার করে। সেখানে সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে সুমন নামে এক ব্যক্তির বুকে ছুরিকাঘাত নিয়ে আসা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ মর্গে রাখা আছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বলেন, ছুরিকাঘাতের শিকার যুবকের বুকে গুরুতর আঘাত ছিল। এ কারণে তাঁকে ঢামেকে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন সুনামগঞ্জ জেলার ভাঙ্গাপাড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় স্পিনিং মিলে কর্মরত ছিলেন।
নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী কারখানার মেকানিক্যাল সেকশনে কাজ করতেন। সকালে বাড়ি থেকে হেঁটে মিলে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
সুমনের সহকর্মী ইব্রাহিম বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা তাঁকে ধরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেকে রেফার করে। সেখানে সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে সুমন নামে এক ব্যক্তির বুকে ছুরিকাঘাত নিয়ে আসা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ মর্গে রাখা আছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বলেন, ছুরিকাঘাতের শিকার যুবকের বুকে গুরুতর আঘাত ছিল। এ কারণে তাঁকে ঢামেকে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হবে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে