নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ ছাড়াই দুটি কারখানা বন্ধের ঘটনায় বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকেরা। আজ শনিবার সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় এবং নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কারখানা দুটি হচ্ছে—ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড এবং রূপসী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। তবে শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকালে ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অবন্তী কারখানার শ্রমিকেরা নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। এতে ঢাকা মুন্সিগঞ্জ সড়কে অন্তত দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়। বেলা ১০টার দিকে শিল্প পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেয় শ্রমিকেরা। এ সময় তাদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের আংশিক বেতন দেওয়া হয় শ্রমিকদের। ডিসেম্বরের বাকি আংশিক ও জানুয়ারি মাসের বেতন দিতে দেরি করায় গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি বিক্ষোভ করে শ্রমিকেরা। এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে কারখানা লে অফ ঘোষণা করে মালিকপক্ষ। শনিবার কর্মস্থলে যোগ দিতে এসে লে অফ নোটিশ দেখে সড়ক অবরোধ করে তারা।
কারখানার শ্রমিক কবির হোসেন (৪৪) বলেন, ‘আমি আমার দুই ছেলে-মেয়ে নিয়ে কাশিপুর থাকি। আমি ও আমার স্ত্রী দুজনেই দুই কারখানায় কাজ করি। দ্রব্যমূল্যের বাজারে দুজনের আয় দিয়ে চলতেও কষ্ট হয়। তার ওপর কারখানা ডিসেম্বর মাসের বেতন অর্ধেক দিয়েছে। জানুয়ারির বেতনও দিতে দেরি করছে। ধার দেনা করে কত দিন চলা যায়? ভাড়ার জন্য প্রতিনিয়ত বাড়িওয়ালা চাপ দেয়। এখন কারখানা বন্ধ করে দিলে আমরা কোথায় যাব?’
এ বিষয়ে কারখানার মালিক আসলাম সানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। গত বছরের ২৪ ডিসেম্বর তার মালিকানাধীন ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড কারখানার লে অফ ঘোষণা করা হয়। সেবারও কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তাদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে শান্ত করা হয়।
অন্যদিকে রূপসী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানার শতাধিক শ্রমিক শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাস্তায় নামেন তারা। রোববারের মধ্যে বেতন পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে ফিরে যান শ্রমিকেরা।
এই বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে বিসিকে এবং প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে দুটি কারখানার শ্রমিক। ক্রোনী গ্রুপের মালিকের সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি সোমবার বেতন দেবেন ও কারখানা চালু করবেন। শ্রমিকেরা আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দিয়েছে। অন্যদিকে রূপসী ইন্ডাস্ট্রিজের বিদ্যমান সংকট নিরসনে আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করছি।’
নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ ছাড়াই দুটি কারখানা বন্ধের ঘটনায় বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকেরা। আজ শনিবার সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় এবং নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কারখানা দুটি হচ্ছে—ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড এবং রূপসী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। তবে শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকালে ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অবন্তী কারখানার শ্রমিকেরা নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। এতে ঢাকা মুন্সিগঞ্জ সড়কে অন্তত দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়। বেলা ১০টার দিকে শিল্প পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেয় শ্রমিকেরা। এ সময় তাদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের আংশিক বেতন দেওয়া হয় শ্রমিকদের। ডিসেম্বরের বাকি আংশিক ও জানুয়ারি মাসের বেতন দিতে দেরি করায় গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি বিক্ষোভ করে শ্রমিকেরা। এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে কারখানা লে অফ ঘোষণা করে মালিকপক্ষ। শনিবার কর্মস্থলে যোগ দিতে এসে লে অফ নোটিশ দেখে সড়ক অবরোধ করে তারা।
কারখানার শ্রমিক কবির হোসেন (৪৪) বলেন, ‘আমি আমার দুই ছেলে-মেয়ে নিয়ে কাশিপুর থাকি। আমি ও আমার স্ত্রী দুজনেই দুই কারখানায় কাজ করি। দ্রব্যমূল্যের বাজারে দুজনের আয় দিয়ে চলতেও কষ্ট হয়। তার ওপর কারখানা ডিসেম্বর মাসের বেতন অর্ধেক দিয়েছে। জানুয়ারির বেতনও দিতে দেরি করছে। ধার দেনা করে কত দিন চলা যায়? ভাড়ার জন্য প্রতিনিয়ত বাড়িওয়ালা চাপ দেয়। এখন কারখানা বন্ধ করে দিলে আমরা কোথায় যাব?’
এ বিষয়ে কারখানার মালিক আসলাম সানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। গত বছরের ২৪ ডিসেম্বর তার মালিকানাধীন ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড কারখানার লে অফ ঘোষণা করা হয়। সেবারও কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তাদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে শান্ত করা হয়।
অন্যদিকে রূপসী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানার শতাধিক শ্রমিক শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাস্তায় নামেন তারা। রোববারের মধ্যে বেতন পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে ফিরে যান শ্রমিকেরা।
এই বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে বিসিকে এবং প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে দুটি কারখানার শ্রমিক। ক্রোনী গ্রুপের মালিকের সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি সোমবার বেতন দেবেন ও কারখানা চালু করবেন। শ্রমিকেরা আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দিয়েছে। অন্যদিকে রূপসী ইন্ডাস্ট্রিজের বিদ্যমান সংকট নিরসনে আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করছি।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৩১ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৪১ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে