ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলোও চলাচল করছে বেশ সতর্কতার সঙ্গে। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান।
এদিকে আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি যান চলাচল করলেও যাত্রী ছিল অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এর আগে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই দিন সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটের পন্টুনে বসে লঞ্চচালক, সারেং ও স্টাফরা অলস সময় পার করছেন। এ ছাড়া যাত্রীর অভাবে পন্টুনে বাঁধা পাঁচটি লঞ্চ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বেঁধে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।
এক লঞ্চের সারেং রিপন মিয়া বলেন, ‘বৃষ্টি আর বাতাসের তোড়ে পন্টুনের সঙ্গে লঞ্চের আঘাত লাগে। তাই অনেকে নদীর পার ঘেঁষে লঞ্চ বেঁধে রেখেছেন। এই পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না। পন্টুনে বসে অলস সময় কাটাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৪ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টা থেকে এই নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন বলেন, এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলছে ফেরি। এ পথে ১৮টি ফেরি চলাচল করছে।
বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলোও চলাচল করছে বেশ সতর্কতার সঙ্গে। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান।
এদিকে আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি যান চলাচল করলেও যাত্রী ছিল অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এর আগে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই দিন সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটের পন্টুনে বসে লঞ্চচালক, সারেং ও স্টাফরা অলস সময় পার করছেন। এ ছাড়া যাত্রীর অভাবে পন্টুনে বাঁধা পাঁচটি লঞ্চ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বেঁধে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।
এক লঞ্চের সারেং রিপন মিয়া বলেন, ‘বৃষ্টি আর বাতাসের তোড়ে পন্টুনের সঙ্গে লঞ্চের আঘাত লাগে। তাই অনেকে নদীর পার ঘেঁষে লঞ্চ বেঁধে রেখেছেন। এই পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না। পন্টুনে বসে অলস সময় কাটাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৪ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টা থেকে এই নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন বলেন, এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলছে ফেরি। এ পথে ১৮টি ফেরি চলাচল করছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
২ ঘণ্টা আগে