নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২২ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪০ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে