প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী): পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চালু হওয়ায় গাড়ির বাড়তি চাপ লক্ষ করা গেছে। এতে নদী পারাপারের জন্য প্রায় সাত শতাধিক ছোট বড় যানবাহন জমে গেছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক বাস ও ট্রাক দেখা যায়। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে দেখা গেছে অপেক্ষমাণ প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ ৯টি রোরো ফেরি ও ৭টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি ঘাট থাকলেও ১ ও ২ নম্বর ফেরি ঘাট দীর্ঘদিন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ফেরি লোড-আনলোডের জন্য তিনটি পকেটের একটিতে সংস্কার কাজ চলার কারণে ওই পকেটটিতে কোন ফেরি ভিড়তে পারছে না। ফলে ২টি পকেট দিয়ে গাড়ি চলছে। ছোট ফেরিগুলো আনলোড করতে আরেকটি ফেরির পেছনে অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জহুরুল হক বলেন, যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। অপচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলোকে গোয়ালন্দ মোড়ে লাইন দিয়ে রাখা হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় প্রায় সাত শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার সহ-উপ মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল, পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চালু হওয়ায় গাড়ির বাড়তি চাপ লক্ষ করা গেছে। এতে নদী পারাপারের জন্য প্রায় সাত শতাধিক ছোট বড় যানবাহন জমে গেছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক বাস ও ট্রাক দেখা যায়। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে দেখা গেছে অপেক্ষমাণ প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ ৯টি রোরো ফেরি ও ৭টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি ঘাট থাকলেও ১ ও ২ নম্বর ফেরি ঘাট দীর্ঘদিন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ফেরি লোড-আনলোডের জন্য তিনটি পকেটের একটিতে সংস্কার কাজ চলার কারণে ওই পকেটটিতে কোন ফেরি ভিড়তে পারছে না। ফলে ২টি পকেট দিয়ে গাড়ি চলছে। ছোট ফেরিগুলো আনলোড করতে আরেকটি ফেরির পেছনে অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জহুরুল হক বলেন, যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। অপচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলোকে গোয়ালন্দ মোড়ে লাইন দিয়ে রাখা হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় প্রায় সাত শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার সহ-উপ মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল, পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে