নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্টের রিং পাইপের চাপায় নুপুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুপুর ইসদাইর বস্তি এলাকার দিনমজুর মিলন হোসেনের মেয়ে। একই ঘটনায় আহত হয়েছে আয়েশা (৬) নামের আরেক শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নালা ও রাস্তার কাজ চলছে। কাজের জন্য মাটি খুঁড়ে সেখানে পুরোনো চার ফুটের মোটা কয়েকটি পাইপ তুলে রাখেন শ্রমিকেরা। কাজ বন্ধ থাকায় সেখানে গিয়ে খেলছিল শিশুরা। এর মধ্যে একটি শিশু পাইপের ওপরে উঠলে পাইপ গড়িয়ে নিচে নেমে আসে। সময় পাইপের নিচে চাপা পরে নুপুর।
ঘটনার পরপরেই স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পাইপ গড়িয়ে পড়ে শিশুটি নিহত হয়েছে। এটা দুঃখজনক। অবহেলায় জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বা তদন্তে দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্টের রিং পাইপের চাপায় নুপুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুপুর ইসদাইর বস্তি এলাকার দিনমজুর মিলন হোসেনের মেয়ে। একই ঘটনায় আহত হয়েছে আয়েশা (৬) নামের আরেক শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নালা ও রাস্তার কাজ চলছে। কাজের জন্য মাটি খুঁড়ে সেখানে পুরোনো চার ফুটের মোটা কয়েকটি পাইপ তুলে রাখেন শ্রমিকেরা। কাজ বন্ধ থাকায় সেখানে গিয়ে খেলছিল শিশুরা। এর মধ্যে একটি শিশু পাইপের ওপরে উঠলে পাইপ গড়িয়ে নিচে নেমে আসে। সময় পাইপের নিচে চাপা পরে নুপুর।
ঘটনার পরপরেই স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পাইপ গড়িয়ে পড়ে শিশুটি নিহত হয়েছে। এটা দুঃখজনক। অবহেলায় জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বা তদন্তে দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২০ মিনিট আগে