শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এক অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ বলছে ধাওয়া নয়, পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাসের নিচে পড়েন।
আহত অটোরিকশা চালক মো. সিহাব মিয়া (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ভুষভুষুসিয়া গ্রামের মো. সাইদুল খানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় তালগাছিয়া এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শীর করাত কলের শ্রমিক মো. ফারুক মিয়া বলেন, একটি অটোরিকশাযোগে দুজন পুলিশ পোশাক পড়া অবস্থায় অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় অটোরিকশা চালক দ্রুত অটোরিকশাটি ঘুরাতে গিয়ে দ্রুত গতির একটি বাসের নিচে চাপা পড়েন।
স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, ‘পুলিশের ধাওয়া খেয়ে অটোরিকশা চালক বাসের নিচে চাপা পড়েন। তাঁকে আমরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়। পুলিশ দেখে অটোরিকশাচালক দ্রুত গতিতে পালাতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। পুলিশ আগে থেকেই ওই স্থানে একটি দুর্ঘটনার বিষয়ে কাজ করছিল। পুলিশ তাদের নিজস্ব পরিবহনে ছিল। অটোরিকশায় যাওয়ার বিষয়টি সঠিক নয়।
ওসি বলেন, গুরুতর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এক অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ বলছে ধাওয়া নয়, পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাসের নিচে পড়েন।
আহত অটোরিকশা চালক মো. সিহাব মিয়া (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ভুষভুষুসিয়া গ্রামের মো. সাইদুল খানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় তালগাছিয়া এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শীর করাত কলের শ্রমিক মো. ফারুক মিয়া বলেন, একটি অটোরিকশাযোগে দুজন পুলিশ পোশাক পড়া অবস্থায় অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় অটোরিকশা চালক দ্রুত অটোরিকশাটি ঘুরাতে গিয়ে দ্রুত গতির একটি বাসের নিচে চাপা পড়েন।
স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, ‘পুলিশের ধাওয়া খেয়ে অটোরিকশা চালক বাসের নিচে চাপা পড়েন। তাঁকে আমরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়। পুলিশ দেখে অটোরিকশাচালক দ্রুত গতিতে পালাতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। পুলিশ আগে থেকেই ওই স্থানে একটি দুর্ঘটনার বিষয়ে কাজ করছিল। পুলিশ তাদের নিজস্ব পরিবহনে ছিল। অটোরিকশায় যাওয়ার বিষয়টি সঠিক নয়।
ওসি বলেন, গুরুতর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
৮ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
১২ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
১৫ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
২৬ মিনিট আগে