টাকার বিনিময়ে করোনা টিকা দেওয়ার অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ২৩: ১৩

মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে। 

উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।' 

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।' 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।' 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত