শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় হ্যামস গ্রুপের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ও সাইট ইঞ্জিনিয়ারসহ তিনজনের নামে দায়িত্ব অবহেলায় প্রাণহানির অভিযোগে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিহত নির্মাণশ্রমিক মুকুল চন্দ্র বর্মণের ছেলে ভক্ত চন্দ্র বর্মণ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ঠিকাদার মো. শফিকুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মো. জাফর আলীর ছেলে। অপরজন হলেন ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম উদ্দিন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ফুলহারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বাদী ভক্ত চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বুধবার হ্যামস নামের পোশাক কারখানার নতুন ভবনের ছাদ ধসে আমার বাবা চাপা পড়ে মারা যায়। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নড়বড়ে খুঁটি ব্যবহারের কারণে হঠাৎ ছাদ ধসে পড়ে। তাদের গাফিলতির কারণে আজ বাবা লাশ হয়ে বাড়ি ফিরছে। ন্যায়বিচার পেতে আমি থানায় মামলা করেছি।’
দুর্ঘটনার বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার অন্যতম কারণ হচ্ছে, সাটারিং দুর্বল ছিল। সাটারিং দুর্বল হওয়ার কারণে লোড নিতে না পেরে ছাদ ধসে পড়ে।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা একটি মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার রাতে মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে, আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি হ্যামস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের হ্যামস নামক একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এ সময় আরিফুল ইসলাম (২১) ও মুকুল চন্দ্র বর্মণ নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক নির্মাণশ্রমিক।
গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় হ্যামস গ্রুপের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ও সাইট ইঞ্জিনিয়ারসহ তিনজনের নামে দায়িত্ব অবহেলায় প্রাণহানির অভিযোগে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিহত নির্মাণশ্রমিক মুকুল চন্দ্র বর্মণের ছেলে ভক্ত চন্দ্র বর্মণ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ঠিকাদার মো. শফিকুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মো. জাফর আলীর ছেলে। অপরজন হলেন ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম উদ্দিন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ফুলহারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বাদী ভক্ত চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বুধবার হ্যামস নামের পোশাক কারখানার নতুন ভবনের ছাদ ধসে আমার বাবা চাপা পড়ে মারা যায়। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নড়বড়ে খুঁটি ব্যবহারের কারণে হঠাৎ ছাদ ধসে পড়ে। তাদের গাফিলতির কারণে আজ বাবা লাশ হয়ে বাড়ি ফিরছে। ন্যায়বিচার পেতে আমি থানায় মামলা করেছি।’
দুর্ঘটনার বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার অন্যতম কারণ হচ্ছে, সাটারিং দুর্বল ছিল। সাটারিং দুর্বল হওয়ার কারণে লোড নিতে না পেরে ছাদ ধসে পড়ে।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা একটি মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার রাতে মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে, আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি হ্যামস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের হ্যামস নামক একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এ সময় আরিফুল ইসলাম (২১) ও মুকুল চন্দ্র বর্মণ নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক নির্মাণশ্রমিক।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৫ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৬ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে