নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।
নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২১ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২৫ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে