টাঙ্গাইল প্রতিনিধি
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তবে এমন উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। কাদের সিদ্দিকীর পিএস ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছান বঙ্গবীর আব্দুল///// কাদের সিদ্দিকী বীর উত্তম। তাঁর গাড়িটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে চলে যাওয়ার অনুরোধ জানান। পরে অন্তত দুই শতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে এসে কাদের সিদ্দিকীর গাড়ি সেখান থেকে সরিয়ে দেন। গাড়িটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি গাড়িতে লাঠি ও ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ সময় কেউ আহত হননি।
এ বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমি সেখানে অনেক উত্তেজিত লোক দেখলাম। ছাত্রদেরও দেখলাম। তাঁরা আমাকে বলেছেন, আপনি চলে যান। আমি চলে এসেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিন্তু সুন্দর আচরণ করেছে। তারপরও আমার গাড়ি ভাঙচুর হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।’ এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হলো ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দল-মত-গোষ্ঠী-ব্যক্তি বা পরিবারের হতে পারে না। তারা মারাত্মক ভুল করেছে।’
তিনি বলেন, ‘আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে, তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলব, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়—সেটিও আমার জন্য গৌরবের।’
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তবে এমন উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। কাদের সিদ্দিকীর পিএস ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছান বঙ্গবীর আব্দুল///// কাদের সিদ্দিকী বীর উত্তম। তাঁর গাড়িটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে চলে যাওয়ার অনুরোধ জানান। পরে অন্তত দুই শতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে এসে কাদের সিদ্দিকীর গাড়ি সেখান থেকে সরিয়ে দেন। গাড়িটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি গাড়িতে লাঠি ও ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ সময় কেউ আহত হননি।
এ বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমি সেখানে অনেক উত্তেজিত লোক দেখলাম। ছাত্রদেরও দেখলাম। তাঁরা আমাকে বলেছেন, আপনি চলে যান। আমি চলে এসেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিন্তু সুন্দর আচরণ করেছে। তারপরও আমার গাড়ি ভাঙচুর হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।’ এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হলো ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দল-মত-গোষ্ঠী-ব্যক্তি বা পরিবারের হতে পারে না। তারা মারাত্মক ভুল করেছে।’
তিনি বলেন, ‘আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে, তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলব, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়—সেটিও আমার জন্য গৌরবের।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে