রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে শপথগ্রহণের পর ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ। গতকাল মঙ্গলবার শপথগ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে বেলা ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন—নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা এবং রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানদের গ্রেপ্তারের পরপরই রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নানিয়াচর থেকে মামলার ফাইল আনা হয়। সন্ধ্যা ৭টায় চেয়ারম্যানদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী রাজীব চাকমা ও সুস্মিতা চাকমা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
গ্রেপ্তারের খবর পেয়ে চেয়ারম্যানের স্বজনেরা আদালতে আসেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নির্বাচনে তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগ ছিল না। সুপম চাকমার ছেলে গৌরব চাকমা বলেন, নির্বাচনের সময় বাবা সবখানে গিয়েছিল। আর্মি, পুলিশ প্রশাসন—সবখানে গিয়েছিল। তখন কোনো অভিযোগ ছিল না। চাইলে তখন বাবাকে গ্রেপ্তার করা যেত। কারণ যে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে, এগুলো অনেক পুরোনো মামলা। সবগুলো মিথ্যা মামলা দাবি করে বাবার মুক্তি চান গৌরব।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শক্তিমানের দাহক্রিয়া অনুষ্ঠানে আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে চার সহযোগীসহ হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ গণতান্ত্রিক। এই মামলাগুলোতে মূল জেএসএস, মূল ইউপিডিএফ নেতাদের ছাড়াও পার্বত্য চট্টগ্রামের একাধিক জনপ্রতিনিধিকে আসামি করা হয়।
রাঙামাটিতে শপথগ্রহণের পর ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ। গতকাল মঙ্গলবার শপথগ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে বেলা ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন—নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা এবং রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানদের গ্রেপ্তারের পরপরই রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নানিয়াচর থেকে মামলার ফাইল আনা হয়। সন্ধ্যা ৭টায় চেয়ারম্যানদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী রাজীব চাকমা ও সুস্মিতা চাকমা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
গ্রেপ্তারের খবর পেয়ে চেয়ারম্যানের স্বজনেরা আদালতে আসেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নির্বাচনে তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগ ছিল না। সুপম চাকমার ছেলে গৌরব চাকমা বলেন, নির্বাচনের সময় বাবা সবখানে গিয়েছিল। আর্মি, পুলিশ প্রশাসন—সবখানে গিয়েছিল। তখন কোনো অভিযোগ ছিল না। চাইলে তখন বাবাকে গ্রেপ্তার করা যেত। কারণ যে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে, এগুলো অনেক পুরোনো মামলা। সবগুলো মিথ্যা মামলা দাবি করে বাবার মুক্তি চান গৌরব।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শক্তিমানের দাহক্রিয়া অনুষ্ঠানে আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে চার সহযোগীসহ হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ গণতান্ত্রিক। এই মামলাগুলোতে মূল জেএসএস, মূল ইউপিডিএফ নেতাদের ছাড়াও পার্বত্য চট্টগ্রামের একাধিক জনপ্রতিনিধিকে আসামি করা হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
৯ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
১৩ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
১৫ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
২৭ মিনিট আগে