কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সৌদি আরবে নিজের থাকার ঘর থেকে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তবে তিনি যে খামারে চাকরি করতেন, তার কর্তৃপক্ষ বিষয়টিকে আত্মহত্যা দাবি করলেও নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সৌদিপ্রবাসী নিহতের জ্যাঠাতো ভাই মানিক ওই খামারের মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত রোববার সকালে দেশটির তায়েফের একটি খামারে এ ঘটনা ঘটেছে।
নিহত প্রবাসীর নাম আবুল কাসেম (৩০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের শাহে আলম মেম্বার সমাজের আলী হোসেনের বড় ছেলে। মৃত কাসেম এক ছেলে ও কন্যাসন্তান রয়েছে। আবুল কাসেম সৌদি আরবের তায়েফে একটি খামারে কর্মরত ছিলেন।
পরিবার দাবি, জমি বন্ধক রেখে চাকরির খোঁজে আবুল কাসেম সৌদি আরবে যান। সেখানে একটি কৃষি খামারে চাকরি পেলেও মালিক ভালো মানুষ ছিলেন না। মালিক প্রায়ই তাঁর ওপর নির্যাতন করতেন। মালিক ও তাঁর মিসরীয় কর্মচারীরা তাঁকে নির্যাতন করে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছেন। এখন যত দ্রুত সম্ভব কাসেমের মরদেহ দেশে ফেরত পাঠানো হোক।
নিহত আবুল কাসেমের বাবা আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল কাসেম আড়াই মাস আগে জমি বন্ধক রেখে ৫ লাখ টাকা খরচ করে সৌদিতে গেছে। সেখানে একটি খামারে কাজ করত। বিদেশ যাওয়ার পর থেকে সেই দেশের মালিক তাকে অত্যাচার করত। আমার ছেলেকে মেরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
কাসেমের জ্যাঠাতো ভাই সৌদিপ্রবাসী আ. মানিক বলেন, ‘যদি তাঁকে (কাসেম) হত্যা করা না-ও হয়, তবে মালিকের অস্বাভাবিক নির্যাতন সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। তাই সেই অভিযোগে মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদিতে এক প্রবাসীর মৃত্যুর খবরটি জানার পর খোঁজ নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে তাদের আইনগত সহায়তা দেওয়া হবে।।’
সৌদি আরবে নিজের থাকার ঘর থেকে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তবে তিনি যে খামারে চাকরি করতেন, তার কর্তৃপক্ষ বিষয়টিকে আত্মহত্যা দাবি করলেও নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সৌদিপ্রবাসী নিহতের জ্যাঠাতো ভাই মানিক ওই খামারের মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত রোববার সকালে দেশটির তায়েফের একটি খামারে এ ঘটনা ঘটেছে।
নিহত প্রবাসীর নাম আবুল কাসেম (৩০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের শাহে আলম মেম্বার সমাজের আলী হোসেনের বড় ছেলে। মৃত কাসেম এক ছেলে ও কন্যাসন্তান রয়েছে। আবুল কাসেম সৌদি আরবের তায়েফে একটি খামারে কর্মরত ছিলেন।
পরিবার দাবি, জমি বন্ধক রেখে চাকরির খোঁজে আবুল কাসেম সৌদি আরবে যান। সেখানে একটি কৃষি খামারে চাকরি পেলেও মালিক ভালো মানুষ ছিলেন না। মালিক প্রায়ই তাঁর ওপর নির্যাতন করতেন। মালিক ও তাঁর মিসরীয় কর্মচারীরা তাঁকে নির্যাতন করে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছেন। এখন যত দ্রুত সম্ভব কাসেমের মরদেহ দেশে ফেরত পাঠানো হোক।
নিহত আবুল কাসেমের বাবা আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল কাসেম আড়াই মাস আগে জমি বন্ধক রেখে ৫ লাখ টাকা খরচ করে সৌদিতে গেছে। সেখানে একটি খামারে কাজ করত। বিদেশ যাওয়ার পর থেকে সেই দেশের মালিক তাকে অত্যাচার করত। আমার ছেলেকে মেরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
কাসেমের জ্যাঠাতো ভাই সৌদিপ্রবাসী আ. মানিক বলেন, ‘যদি তাঁকে (কাসেম) হত্যা করা না-ও হয়, তবে মালিকের অস্বাভাবিক নির্যাতন সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। তাই সেই অভিযোগে মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদিতে এক প্রবাসীর মৃত্যুর খবরটি জানার পর খোঁজ নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে তাদের আইনগত সহায়তা দেওয়া হবে।।’
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
২৮ মিনিট আগে