কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এদিকে মহানগর আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের মতামতকে প্রাধান্য দিয়ে নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৭টি সাধারণ ওয়ার্ডে ও সংরক্ষিত ৯টি আসনের বিপরীতে ৫টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে মহানগর আওয়ামী লীগ। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৪টি আসনের প্রার্থী এখনো চূড়ান্ত না হওয়াই দ্বিধা ও দ্বন্দ্বে রয়েছে প্রার্থী ও দলীয় নেতা-কর্মীরা।
এদিকে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৭ মে। আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের শেষ সময়ে প্রার্থী নির্ধারণ না করতে পারলে দলের একাধিক প্রার্থী নির্বাচনে মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। গত ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৭ মে একই স্থানে প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ করা হবে ১৫ জুন।
নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন নির্বাচনের মনোনয়ন কিনেছেন। ওয়ার্ডের শীর্ষ দুই নেতাই নির্বাচন করতে চান। স্থানীয়ভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তাঁরা। তাই দলীয় প্রার্থী ঘোষণায় মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।
নগরীর ৩ নম্বর ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ মিয়া প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডেও একক প্রার্থী ঘোষণা হয়নি।
মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ঐকমত্যে পৌঁছে তাঁদের মতামতে নগরীর ২৭টি ওয়ার্ডের সাধারণ আসনের ১৭টি ও সংরক্ষিত আসনের ৫ টিতে আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকিগুলোতে দ্রুতই সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার মধ্যে রয়েছেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসেম ছোটন, ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, ৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান, ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহালম খান, ৮ নম্বর ওয়ার্ডে জহিরুল কামাল, ৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মঞ্জুর কাদের মনি, ১১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ইমরান বাচ্চু, ১৩ নম্বর ওয়ার্ডে কাউছার খন্দকার, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম খান, ১৫ নম্বর ওয়ার্ডে হুমায়ূন কবির, ১৭ নম্বর ওয়ার্ডে সাবেক প্রয়াত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের স্ত্রী শাহনাজ সোহেল রুনা, ১৯ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন, ২০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা মজুমদার ও ২৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আবু হাসান।
অন্যদিকে, সংরক্ষিত ১-আসনে (১,২, ৩ নম্বর ওয়ার্ড) রয়েছেন, মহানগর আওয়ামী লীগ সদস্য কাউছারা বেগম সুমি, সংরক্ষিত ৩ আসনে (৭,৮, ৯ নম্বর ওয়ার্ড) উম্মে কুলছুম মুনমুন, সংরক্ষিত ৫ আসনে (১৩,১৪, ১৫ নম্বর ওয়ার্ড) নূর জাহান আলম পুতুল, সংরক্ষিত ৬ আসনে (১৬,১৭, ১৮ নম্বর ওয়ার্ড) মেহের বেগম, সংরক্ষিত ৭ আসনে (১৯,২০, ২১ নম্বর ওয়ার্ড) মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা। ওয়ার্ড আওয়ামী লীগের মতামতে মহানগর আওয়ামী লীগ তাঁদের নাম ঘোষণা করে।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, ‘মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দলীয় মেয়র আরফানুল হক রিফাতকে মনোনয়ন দিয়েছেন। মহানগর আওয়ামী লীগ তেমনই প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী ঘোষণা করা হচ্ছে। যেসব ওয়ার্ডে ঐকমত্য হতে পারেনি তাদের নিয়ে বসে সিদ্ধান্ত দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মোট ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এদিকে মহানগর আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের মতামতকে প্রাধান্য দিয়ে নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৭টি সাধারণ ওয়ার্ডে ও সংরক্ষিত ৯টি আসনের বিপরীতে ৫টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে মহানগর আওয়ামী লীগ। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৪টি আসনের প্রার্থী এখনো চূড়ান্ত না হওয়াই দ্বিধা ও দ্বন্দ্বে রয়েছে প্রার্থী ও দলীয় নেতা-কর্মীরা।
এদিকে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৭ মে। আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের শেষ সময়ে প্রার্থী নির্ধারণ না করতে পারলে দলের একাধিক প্রার্থী নির্বাচনে মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। গত ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৭ মে একই স্থানে প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ করা হবে ১৫ জুন।
নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন নির্বাচনের মনোনয়ন কিনেছেন। ওয়ার্ডের শীর্ষ দুই নেতাই নির্বাচন করতে চান। স্থানীয়ভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তাঁরা। তাই দলীয় প্রার্থী ঘোষণায় মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।
নগরীর ৩ নম্বর ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ মিয়া প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডেও একক প্রার্থী ঘোষণা হয়নি।
মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ঐকমত্যে পৌঁছে তাঁদের মতামতে নগরীর ২৭টি ওয়ার্ডের সাধারণ আসনের ১৭টি ও সংরক্ষিত আসনের ৫ টিতে আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকিগুলোতে দ্রুতই সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার মধ্যে রয়েছেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসেম ছোটন, ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, ৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান, ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহালম খান, ৮ নম্বর ওয়ার্ডে জহিরুল কামাল, ৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মঞ্জুর কাদের মনি, ১১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ইমরান বাচ্চু, ১৩ নম্বর ওয়ার্ডে কাউছার খন্দকার, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম খান, ১৫ নম্বর ওয়ার্ডে হুমায়ূন কবির, ১৭ নম্বর ওয়ার্ডে সাবেক প্রয়াত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের স্ত্রী শাহনাজ সোহেল রুনা, ১৯ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন, ২০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা মজুমদার ও ২৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আবু হাসান।
অন্যদিকে, সংরক্ষিত ১-আসনে (১,২, ৩ নম্বর ওয়ার্ড) রয়েছেন, মহানগর আওয়ামী লীগ সদস্য কাউছারা বেগম সুমি, সংরক্ষিত ৩ আসনে (৭,৮, ৯ নম্বর ওয়ার্ড) উম্মে কুলছুম মুনমুন, সংরক্ষিত ৫ আসনে (১৩,১৪, ১৫ নম্বর ওয়ার্ড) নূর জাহান আলম পুতুল, সংরক্ষিত ৬ আসনে (১৬,১৭, ১৮ নম্বর ওয়ার্ড) মেহের বেগম, সংরক্ষিত ৭ আসনে (১৯,২০, ২১ নম্বর ওয়ার্ড) মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা। ওয়ার্ড আওয়ামী লীগের মতামতে মহানগর আওয়ামী লীগ তাঁদের নাম ঘোষণা করে।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, ‘মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দলীয় মেয়র আরফানুল হক রিফাতকে মনোনয়ন দিয়েছেন। মহানগর আওয়ামী লীগ তেমনই প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী ঘোষণা করা হচ্ছে। যেসব ওয়ার্ডে ঐকমত্য হতে পারেনি তাদের নিয়ে বসে সিদ্ধান্ত দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মোট ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগে