নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেসথেসিওলজি) সুপারিশ করে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গতকাল রোববার (২২ আগস্ট) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও যুগ্ম সচিব নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যানেসথেসিওলজিস্ট তাঁরাই যারা অপারেশন থিয়েটার এবং আইসিইউ বিভাগে কাজ করেন। তাঁদের বাংলায় অবেদনবিদও বলা হয়। সারা দেশের মতো চট্টগ্রামেও এই চিকিৎসকের সংকট ছিল। এই নিয়ে এক আগস্ট আজকের পত্রিকায় আইসিইউতে বিশেষজ্ঞ সংকট শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি তাঁর বক্তব্যে বলেছিলেন, চট্টগ্রামে আইসিইউ শয্যা রয়েছে এ রকম সরকারি হাসপাতালে আরও তিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশে এই চিকিৎসকের সংকট ছিল। এখন দ্রুত তাদের কাজে পাঠানো দরকার। কারণ অপারেশন থিয়েটার ও আইসিইউতে তাদের খুব প্রয়োজন। তবে দীর্ঘদিন যারা কাজ করে সহকারী অধ্যাপক হয়েছেন তাদের সঙ্গে যেন ভারসাম্য বজায় থাকে সেদিকে সরকারকে নজর দিতে বলেন তিনি।
বিপিএসসি যাদের সুপারিশ করেছে তাদের বয়স ৫০ বছরের বেশি নয়। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। পাশাপাশি বিএমডিসির নিবন্ধন রয়েছে।
বিপিএসসির সুপারিশ চিঠিতে বলা হয়, ‘৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের মেধাক্রম অনুসারে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়, ‘প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞপ্তির শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।’
বিপিএসসির সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তীতে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে অথবা দুর্নীতি বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল-ত্রুটি পাওয়া গেলে সেই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে প্রার্থীকে ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) নিয়োগ দেওয়ার জন্য জুলাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিপিএসসি।
শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেসথেসিওলজি) সুপারিশ করে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গতকাল রোববার (২২ আগস্ট) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও যুগ্ম সচিব নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যানেসথেসিওলজিস্ট তাঁরাই যারা অপারেশন থিয়েটার এবং আইসিইউ বিভাগে কাজ করেন। তাঁদের বাংলায় অবেদনবিদও বলা হয়। সারা দেশের মতো চট্টগ্রামেও এই চিকিৎসকের সংকট ছিল। এই নিয়ে এক আগস্ট আজকের পত্রিকায় আইসিইউতে বিশেষজ্ঞ সংকট শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি তাঁর বক্তব্যে বলেছিলেন, চট্টগ্রামে আইসিইউ শয্যা রয়েছে এ রকম সরকারি হাসপাতালে আরও তিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশে এই চিকিৎসকের সংকট ছিল। এখন দ্রুত তাদের কাজে পাঠানো দরকার। কারণ অপারেশন থিয়েটার ও আইসিইউতে তাদের খুব প্রয়োজন। তবে দীর্ঘদিন যারা কাজ করে সহকারী অধ্যাপক হয়েছেন তাদের সঙ্গে যেন ভারসাম্য বজায় থাকে সেদিকে সরকারকে নজর দিতে বলেন তিনি।
বিপিএসসি যাদের সুপারিশ করেছে তাদের বয়স ৫০ বছরের বেশি নয়। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। পাশাপাশি বিএমডিসির নিবন্ধন রয়েছে।
বিপিএসসির সুপারিশ চিঠিতে বলা হয়, ‘৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের মেধাক্রম অনুসারে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়, ‘প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞপ্তির শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।’
বিপিএসসির সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তীতে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে অথবা দুর্নীতি বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল-ত্রুটি পাওয়া গেলে সেই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে প্রার্থীকে ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) নিয়োগ দেওয়ার জন্য জুলাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিপিএসসি।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে