খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় বিয়ের তিন দিন আগে রিজু ইসলাম মক্কা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের আগে কনের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।
মৃত রিজু ইসলাম মক্কা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন কাঁচামাল ব্যবসায়ী।
রিজুর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় বাবার পছন্দ অনুযায়ী বিয়ে ঠিক হয় রিজুর। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল তাঁর। এ জন্য আত্মীয়স্বজন ও বন্ধুদের দাওয়াত দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে মেয়ে তাঁর মামার বাসা বীরগঞ্জ ওস্তাপাড়া এলাকায় আছে এমন খবরে তাঁর সঙ্গে দেখা করতে যান রিজু ইসলাম। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিজুর বড় ভাই সাজু বলেন, পরিবারের পছন্দে রিজু বিয়েতে রাজি হয়েছিলেন। এ সময়ে তাঁর মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ বলেন, গতকাল বিকেলে রিজু ইসলাম নামের এক যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দুই দিন আগে রিজু নামের এক যুবকের স্ট্রোক করে মৃত্যুর বিষয়টি জেনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক।’
দিনাজপুরের খানসামায় বিয়ের তিন দিন আগে রিজু ইসলাম মক্কা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের আগে কনের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।
মৃত রিজু ইসলাম মক্কা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন কাঁচামাল ব্যবসায়ী।
রিজুর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় বাবার পছন্দ অনুযায়ী বিয়ে ঠিক হয় রিজুর। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল তাঁর। এ জন্য আত্মীয়স্বজন ও বন্ধুদের দাওয়াত দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে মেয়ে তাঁর মামার বাসা বীরগঞ্জ ওস্তাপাড়া এলাকায় আছে এমন খবরে তাঁর সঙ্গে দেখা করতে যান রিজু ইসলাম। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিজুর বড় ভাই সাজু বলেন, পরিবারের পছন্দে রিজু বিয়েতে রাজি হয়েছিলেন। এ সময়ে তাঁর মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ বলেন, গতকাল বিকেলে রিজু ইসলাম নামের এক যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দুই দিন আগে রিজু নামের এক যুবকের স্ট্রোক করে মৃত্যুর বিষয়টি জেনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক।’
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এলাকার তালুকদার কমিউনিটির সামনে এ ঘটনা ঘটে।
২১ দিন আগেরাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে আবারও নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
২১ দিন আগেগাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও স্কুলশিক্ষক ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
২১ দিন আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা লেগে মো. রাফি (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নারুই গ্রামের পূর্ব পাশে বিলের সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
২১ দিন আগে