প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)
নোয়াখালীর সুবর্ণচরে তিন দিনে ৭৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য প্রত্যেকদিন ৩০০ জনকে এসএমএস পাঠানো হলেও তৃতীয় দিনে উপস্থিত হয়েছেন কয়েকশ মানুষ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, প্রথম পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসে ৪ হাজার ভায়াল। এ টিকার ১ম ডোজ ও ২য় ডোজ ৪ হাজার জনকে দেওয়া হবে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি বুথে টিকা নেবেন ৩০০ জন।
টিকা নিতে আসা হাবিবীয়া এলাকার আরিফুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির পাশে জায়গায় অনেক লোক ভিড় জমায়। এ সময় কে আগে টিকা নেবেন এ নিয়ে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটে আসেন।
চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শায়লা সুলতানা ঝুমা জানান, আজ পর্যন্ত তিন দিনে ৭৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য প্রতিদিন ৩০০ জনকে এসএমএস পাঠানো হয়।
ডা. শায়লা সুলতানা ঝুমা আরও জানান, প্রথম ও দ্বিতীয় দিন লোক সমাগম কম হলেও আজ তৃতীয়দিনে টিকা দেওয়ার কথা শুনেই অনেকে এসেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোহাম্মদ কুতুব উদ্দিন লাইন করে নির্ধারিত ব্যক্তিদের টিকা দেওয়ার ব্যবস্থা করেন। এ জন্য আজকে ৪২৪ জনকে টিকা দেওয়া হয়। পরবর্তী দিনগুলোতে বুথের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানো হবে বলেও জানান তিনি।
নোয়াখালীর সুবর্ণচরে তিন দিনে ৭৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য প্রত্যেকদিন ৩০০ জনকে এসএমএস পাঠানো হলেও তৃতীয় দিনে উপস্থিত হয়েছেন কয়েকশ মানুষ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, প্রথম পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসে ৪ হাজার ভায়াল। এ টিকার ১ম ডোজ ও ২য় ডোজ ৪ হাজার জনকে দেওয়া হবে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি বুথে টিকা নেবেন ৩০০ জন।
টিকা নিতে আসা হাবিবীয়া এলাকার আরিফুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির পাশে জায়গায় অনেক লোক ভিড় জমায়। এ সময় কে আগে টিকা নেবেন এ নিয়ে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটে আসেন।
চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শায়লা সুলতানা ঝুমা জানান, আজ পর্যন্ত তিন দিনে ৭৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য প্রতিদিন ৩০০ জনকে এসএমএস পাঠানো হয়।
ডা. শায়লা সুলতানা ঝুমা আরও জানান, প্রথম ও দ্বিতীয় দিন লোক সমাগম কম হলেও আজ তৃতীয়দিনে টিকা দেওয়ার কথা শুনেই অনেকে এসেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোহাম্মদ কুতুব উদ্দিন লাইন করে নির্ধারিত ব্যক্তিদের টিকা দেওয়ার ব্যবস্থা করেন। এ জন্য আজকে ৪২৪ জনকে টিকা দেওয়া হয়। পরবর্তী দিনগুলোতে বুথের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানো হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, ১৫ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে কোতোয়ালি থানার সিআরবি এলাকার বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় যৌথবাহিনী এই অভিযান চালায়।
১৫ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
২৭ মিনিট আগেশঙ্কা কেটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’কে নিয়ে। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে প্রশাসনের আর্থিক সহযোগিতায় আগামী ২৩ নভেম্বর
৩৬ মিনিট আগেপ্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে আসামির পক্ষ ও রাষ্ট্রীয় পক্ষের শুনানি হয়। ট্রাইব্যুনালে শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এ সময় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ
৪৩ মিনিট আগে