নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক কর্মকর্তা ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮), স্ত্রী সেলিনা আক্তার (৪৮) ও মেয়ে সাদিয়া আক্তার ফারহা (২৮)। তাঁরা নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় বসবাস করেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর উপপরিচালক আতিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উল্লিখিত তিনজনের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। উভয় মামলায় আসামিদের পক্ষ থেকে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি গোলাম কিবরিয়া হাজারী অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৬৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। একই সঙ্গে তাঁর কাছে ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৬৫৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অস্থাবর সম্পদ পাওয়া যায়।
এসব সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে আসামি (২) সাদিয়া আক্তার ফারহার বিরুদ্ধে বাবার অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর নামে সম্পদ অর্জনের সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এতে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
একই বাদীর অপর মামলায় আসামি করা হয়েছে মিসেস সেলিনা আক্তার ও স্বামী গোলাম কিবরিয়া হাজারীকে। মামলার এজাহারে বলা হয়েছে, মিসেস সেলিনা আকতার অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।
একই সঙ্গে ৪ কোটি ৯৯ লাখ ১৩৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এসব কারণে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একইভাবে আসামি গোলাম কিবরিয়া হাজারী কাস্টমসে কর্মরত অবস্থায় অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী মিসেস সেলিনা আকতারের নামে সম্পদ অর্জনে সহযোগিতা করায় দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক কর্মকর্তা ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮), স্ত্রী সেলিনা আক্তার (৪৮) ও মেয়ে সাদিয়া আক্তার ফারহা (২৮)। তাঁরা নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় বসবাস করেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর উপপরিচালক আতিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উল্লিখিত তিনজনের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। উভয় মামলায় আসামিদের পক্ষ থেকে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি গোলাম কিবরিয়া হাজারী অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৬৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। একই সঙ্গে তাঁর কাছে ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৬৫৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অস্থাবর সম্পদ পাওয়া যায়।
এসব সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে আসামি (২) সাদিয়া আক্তার ফারহার বিরুদ্ধে বাবার অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর নামে সম্পদ অর্জনের সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এতে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
একই বাদীর অপর মামলায় আসামি করা হয়েছে মিসেস সেলিনা আক্তার ও স্বামী গোলাম কিবরিয়া হাজারীকে। মামলার এজাহারে বলা হয়েছে, মিসেস সেলিনা আকতার অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।
একই সঙ্গে ৪ কোটি ৯৯ লাখ ১৩৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এসব কারণে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একইভাবে আসামি গোলাম কিবরিয়া হাজারী কাস্টমসে কর্মরত অবস্থায় অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী মিসেস সেলিনা আকতারের নামে সম্পদ অর্জনে সহযোগিতা করায় দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে