নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইট প্রায় ১৫ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দুটি ফ্লাইটের একটি দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারওয়েজের, আরেকটি বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির নির্ধারিত সময় থাকলেও সেই ফ্লাইট ছেড়েছে পরদিন, অর্থাৎ আজ শুক্রবার দুপুরে। এ তথ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি (এজেড ৫৯১) ১৮০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সেই ফ্লাইট ছেড়েছে আজ শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে। আর বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট ২৫৪ যাত্রী নিয়ে ছাড়ার কথা ছিল রাত সাড়ে ১০টায়, সেই ফ্লাইট ছেড়েছে আজ দুপুর ১টা ২০ মিনিটে।
উইং কমান্ডার ফরহাদ হোসেন আরও বলেন, ‘অবতরণের পর চেকিংয়ের সময় বার্ড হিটের (ইঞ্জিনে পাখি) বিষয়টি প্রথমে পাইলটের নজরে আসে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রথমে ফ্লাইট বাতিল করা হয়েছিল। পরে ইঞ্জিনিয়াররা দেখে ছাড়পত্র দেওয়ার পর ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালুর বিষয়ে অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে নতুন প্লেন এসে যাত্রীদের মাস্কাটের উদ্দেশে নিয়ে গেছে।’
ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইট প্রায় ১৫ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দুটি ফ্লাইটের একটি দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারওয়েজের, আরেকটি বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির নির্ধারিত সময় থাকলেও সেই ফ্লাইট ছেড়েছে পরদিন, অর্থাৎ আজ শুক্রবার দুপুরে। এ তথ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি (এজেড ৫৯১) ১৮০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সেই ফ্লাইট ছেড়েছে আজ শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে। আর বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট ২৫৪ যাত্রী নিয়ে ছাড়ার কথা ছিল রাত সাড়ে ১০টায়, সেই ফ্লাইট ছেড়েছে আজ দুপুর ১টা ২০ মিনিটে।
উইং কমান্ডার ফরহাদ হোসেন আরও বলেন, ‘অবতরণের পর চেকিংয়ের সময় বার্ড হিটের (ইঞ্জিনে পাখি) বিষয়টি প্রথমে পাইলটের নজরে আসে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রথমে ফ্লাইট বাতিল করা হয়েছিল। পরে ইঞ্জিনিয়াররা দেখে ছাড়পত্র দেওয়ার পর ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালুর বিষয়ে অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে নতুন প্লেন এসে যাত্রীদের মাস্কাটের উদ্দেশে নিয়ে গেছে।’
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩১ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে