নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মসজিদের মাসিক চাঁদা বকেয়া থাকায় মো. ইরফান (২৮) নামের স্থানীয় এক বাসিন্দার মরদেহ দাফন করতে দেননি মসজিদ কমিটির সভাপতি মো. আক্কাস আলী। এমনকি মসজিদের খাটিয়া ব্যবহার এবং মৃত ব্যক্তির জানাজায় সমাজের মসজিদের ইমামকেও ইমামতি করতে দেননি বলে জানা যায়। গতকাল বুধবার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইংছা বদুরঝিরি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ইংছা বদুরঝিরি এলাকার বাসিন্দা ইরফান গত মঙ্গলবার কক্সবাজারে মারা যান। মরদেহ রাতেই দাফনের জন্য গ্রামের বাড়ি লামার বদুরঝিরিতে নিয়ে আসা হয়। গতকাল বুধবার সকালে তাঁকে দাফন করতে গেলে মসজিদের ছয় মাসের মাসিক চাঁদা বকেয়া থাকায় স্থানীয় কবরস্থানে দাফন করতে দেননি আক্কাস আলী। মসজিদের খাটিয়া ব্যবহার করা ও মসজিদের ইমামকে জানাজা পড়াতে নিষেধ করেন তিনি। পরে পার্শ্ববর্তী রাস্তার পাশে অন্য একটি কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী পুয়াংবাড়ি জামে মসজিদের ইমাম আবদুল মালেককে এনে জানাজা পড়ানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বুধবার সকালে বদুরঝিরিতে ঝামেলা হয়েছে। মৃত ইরফানের কিছু বকেয়া (মসজিদের মাসিক চাঁদা) থাকায় তাঁকে দাফন করতে দেননি কমিটির সভাপতি। এ বিষয়ে আগামী শুক্রবার জুমার দিনে আলোচনা করে সমাধান করা হবে।
ইরফানের শ্বশুর মো. কবির আহাম্মদ বলেন, ‘আমার জামাই কক্সবাজারের হাসপাতালে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। দাফন করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মো. আক্কাস আলী মসজিদের কবরস্থানে দাফন এবং ইমামকে জানাজা পড়াতে দেননি।’
এ ব্যাপারে বদুরঝিরি মসজিদ কমিটির সভাপতি মো. আলী আক্কাসের সঙ্গে তাঁর মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করা হয়। এ বিষয়ে কথা বলতে চাইলে কল কেটে দেন এবং মোবাইল বন্ধ করে দেন তিনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি খুবই অমানবিক। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমিও খোঁজখবর নিচ্ছি। এমন কোনো ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেব।’
মসজিদের মাসিক চাঁদা বকেয়া থাকায় মো. ইরফান (২৮) নামের স্থানীয় এক বাসিন্দার মরদেহ দাফন করতে দেননি মসজিদ কমিটির সভাপতি মো. আক্কাস আলী। এমনকি মসজিদের খাটিয়া ব্যবহার এবং মৃত ব্যক্তির জানাজায় সমাজের মসজিদের ইমামকেও ইমামতি করতে দেননি বলে জানা যায়। গতকাল বুধবার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইংছা বদুরঝিরি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ইংছা বদুরঝিরি এলাকার বাসিন্দা ইরফান গত মঙ্গলবার কক্সবাজারে মারা যান। মরদেহ রাতেই দাফনের জন্য গ্রামের বাড়ি লামার বদুরঝিরিতে নিয়ে আসা হয়। গতকাল বুধবার সকালে তাঁকে দাফন করতে গেলে মসজিদের ছয় মাসের মাসিক চাঁদা বকেয়া থাকায় স্থানীয় কবরস্থানে দাফন করতে দেননি আক্কাস আলী। মসজিদের খাটিয়া ব্যবহার করা ও মসজিদের ইমামকে জানাজা পড়াতে নিষেধ করেন তিনি। পরে পার্শ্ববর্তী রাস্তার পাশে অন্য একটি কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী পুয়াংবাড়ি জামে মসজিদের ইমাম আবদুল মালেককে এনে জানাজা পড়ানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বুধবার সকালে বদুরঝিরিতে ঝামেলা হয়েছে। মৃত ইরফানের কিছু বকেয়া (মসজিদের মাসিক চাঁদা) থাকায় তাঁকে দাফন করতে দেননি কমিটির সভাপতি। এ বিষয়ে আগামী শুক্রবার জুমার দিনে আলোচনা করে সমাধান করা হবে।
ইরফানের শ্বশুর মো. কবির আহাম্মদ বলেন, ‘আমার জামাই কক্সবাজারের হাসপাতালে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। দাফন করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মো. আক্কাস আলী মসজিদের কবরস্থানে দাফন এবং ইমামকে জানাজা পড়াতে দেননি।’
এ ব্যাপারে বদুরঝিরি মসজিদ কমিটির সভাপতি মো. আলী আক্কাসের সঙ্গে তাঁর মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করা হয়। এ বিষয়ে কথা বলতে চাইলে কল কেটে দেন এবং মোবাইল বন্ধ করে দেন তিনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি খুবই অমানবিক। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমিও খোঁজখবর নিচ্ছি। এমন কোনো ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেব।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৭ ঘণ্টা আগে