কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৯ সদস্য। আজ রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তাঁরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ও সীমান্তচৌকি দখল নিয়ে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির (এএ) তীব্র লড়াই চলছে। প্রায় আড়াই মাস ধরে চলে আসা যুদ্ধে আরকান আর্মি বাংলাদেশ সীমান্তের অধিকাংশ এলাকা সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল শনিবার থেকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ হারা সীমান্তচৌকির পুনরুদ্ধারে হামলা জোরদার করেছে জান্তা।
সীমান্তের বাসিন্দারা জানান, আজ রোববার ভোর ৬টা থেকে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তে তীব্র গোলাগুলি, মর্টার শেল ও ভারী অস্ত্রের বিকট শব্দে এপার কেঁপে উঠছে। গতকাল নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্ত এলাকার আকাশে যুদ্ধ বিমান চক্কর দিতে দেখা গেছে।
এতে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
সীমান্তের একাধিক সূত্র জানায়, বিদ্রোহী গোষ্ঠী রাখাইনের মংডু টাউনশিপ ঘিরে আক্রমণ চালাচ্ছে। এতে বিদ্রোহীদের ঠেকাতে জান্তা বাহিনী হামলা জোরদার করেছে। ফলে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ সকালে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের কয়েকজন আহত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁরা কয়েক দফায় প্রবেশ করেছেন।
তিনি বলেন, সীমান্তের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। পাশাপাশি নাফনদী ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।
সর্বশেষ ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে, ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য। তাঁরা সবাই বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।
এ ছাড়া গত ৪–৬ ফেব্রুয়ারি কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৩৩০ জন জান্তা সদস্য। তাঁদের গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানী জেটিঘাট ঘাট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৯ সদস্য। আজ রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তাঁরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ও সীমান্তচৌকি দখল নিয়ে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির (এএ) তীব্র লড়াই চলছে। প্রায় আড়াই মাস ধরে চলে আসা যুদ্ধে আরকান আর্মি বাংলাদেশ সীমান্তের অধিকাংশ এলাকা সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল শনিবার থেকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ হারা সীমান্তচৌকির পুনরুদ্ধারে হামলা জোরদার করেছে জান্তা।
সীমান্তের বাসিন্দারা জানান, আজ রোববার ভোর ৬টা থেকে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তে তীব্র গোলাগুলি, মর্টার শেল ও ভারী অস্ত্রের বিকট শব্দে এপার কেঁপে উঠছে। গতকাল নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্ত এলাকার আকাশে যুদ্ধ বিমান চক্কর দিতে দেখা গেছে।
এতে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
সীমান্তের একাধিক সূত্র জানায়, বিদ্রোহী গোষ্ঠী রাখাইনের মংডু টাউনশিপ ঘিরে আক্রমণ চালাচ্ছে। এতে বিদ্রোহীদের ঠেকাতে জান্তা বাহিনী হামলা জোরদার করেছে। ফলে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ সকালে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের কয়েকজন আহত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁরা কয়েক দফায় প্রবেশ করেছেন।
তিনি বলেন, সীমান্তের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। পাশাপাশি নাফনদী ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।
সর্বশেষ ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে, ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য। তাঁরা সবাই বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।
এ ছাড়া গত ৪–৬ ফেব্রুয়ারি কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৩৩০ জন জান্তা সদস্য। তাঁদের গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানী জেটিঘাট ঘাট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে