আদালত প্রতিবেদক
চট্টগ্রাম: হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীর আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হাটহাজারীর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ফারুকী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
ফারুকী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ফারুকী বাবুনগরীর পক্ষে সংবাদমাধ্যমে বিবৃতি ও সংবাদ পাঠাতেন।
এর আগে গত ২২ মে তাঁকে অন্য একটি মামলায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। ওই মামলার রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় পাঁচদিন ও আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ মে হাটহাজারীর আরেক মামলায় তাঁকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। মামলাটিতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী জবানবন্দি গ্রহণ শুরু করতে আরও সময় লাগবে।
হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকস্মিক রাস্তায় নামে হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হাটহাজারী, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসার হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় জন।
চট্টগ্রাম: হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীর আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হাটহাজারীর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ফারুকী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
ফারুকী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ফারুকী বাবুনগরীর পক্ষে সংবাদমাধ্যমে বিবৃতি ও সংবাদ পাঠাতেন।
এর আগে গত ২২ মে তাঁকে অন্য একটি মামলায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। ওই মামলার রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় পাঁচদিন ও আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ মে হাটহাজারীর আরেক মামলায় তাঁকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। মামলাটিতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী জবানবন্দি গ্রহণ শুরু করতে আরও সময় লাগবে।
হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকস্মিক রাস্তায় নামে হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হাটহাজারী, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসার হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় জন।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে